বিনোদন ডেস্ক : আমাকে হিন্দু এবং মুসলমান উভয়েই ভালোবেসেছে আর তাই আমি এত বড় স্টার হতে পেরেছি। ঠিক তেমনি হিন্দু এবং মুসলিমদের ভোটে বিজেপি ভারতের এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে। তারা কখনোই মুসলিম বিরোধী নয়। মুসলিমদের ভয় দেখানোর জন্য এ ধরনের একটা নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। গত মঙ্গলবার রাতে সল্টলেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ মন্তব্য করেছেন বিজেপি নেতা এবং বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলায় বিজেপির ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিঠুন জানান, ‘বিজেপি একটাই পার্টি-যারা কেবল মাত্র বাংলা নয়, দেশের ১৮টা রাজ্য চালাচ্ছে। তিন-চারটি রাজ্যে তারা হামাগুড়ি দিচ্ছে, সেখানেও হয়তো চলে আসবে। ভারতবর্ষে বিজেপি ছাড়া কোন বিকল্প নেই।’ এ সময় তিনি বলেন, ‘একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে যে বিজেপি মুসলমান বিরোধী। এটা সত্যি নয়।’ একসময় ঘুরিয়ে সাংবাদিকদের বলেন, ‘ভারতবর্ষের তিনজন সুপারস্টার এর নাম করুন। আমির খান, শাহরুখ খান, সালমান খান। তারা কি শুধুমাত্র মুসলমানদের ভোটে এত বড় সুপারস্টার হতে পারে? মুসলিম ভালোবাসা ছাড়া আমিও কি এত বড় সুপারস্টার হতে পারি? অসম্ভব! আমাকে হিন্দু এবং মুসলমান উভয়েই ভালোবেসেছে। তাই আমি এত বড় স্টার হতে পেরেছি। ঠিক তেমনি হিন্দু-মুসলিমের ভোট পেয়েই বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে। তার অভিমত, ‘আসলে বিজেপির বিরুদ্ধে একটা নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে যে বিজেপি মুসলিম বিরোধী। বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে বলে যেটা বলা হচ্ছে আসলে সেটা মুসলিমদের ভয় দেখানোর পলিসি। আপনার কাছে যদি আসল আধার কার্ড এবং ভোটার কার্ড থাকে তবে কারো ক্ষমতা আছে আপনাকে এই ভারতবর্ষ থেকে বের করে দেবার? বিজেপি মানে মুসলমান বিরোধী নয়। আমি মুসলমান ভাইদেরকে হাতজোড় করে বলছি এই ধারণা দূর করুন। বিজেপি এলেই আপনাদের ভালো হবে। আর বাকি যারা যারা আপনাদের একথা বলছে তারা আপনাদের ব্যবহার করেছে, আগামীকাল করবে এবং পরশু ছেড়ে দেবে। তখন কোথায় যাবেন? সবাইকে বিজেপিতেই আসতে হবে। সেটাও কিন্তু হতে পারে যে আগামীকাল মমতা ব্যানার্জিও হয়তো বিজেপিতে যোগদান করলো।’