ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

মুসলিমদের টার্গেট করেছে মোদি সরকার: অ্যামনেস্টি

  • আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের মহানবী (সা.) কে নিয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের জন্ম দেয়। তাদের মন্তব্যের জেরে ভারতসহ পুরো মুসলিম বিশ্বেই ওঠে প্রতিবাদের ঝড়। দেশটির বিক্ষোভকারী মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে ইতোমধ্যে। অবশেষে চলমান পরিস্থিতি নিয়ে কড়া বিবৃতি দিয়েছে মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভারত সরকারকে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মহানবী (সা.)-কে নিয়ে বিজেপির দুই মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতীয় পণ্য বয়কটের পদক্ষেপ নেয়। এছাড়াও বিভিন্ন মুসলিম প্রধান দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের জরুরি তলব করেও কড়া প্রতিক্রিয়ায়। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিক্ষোভ দমনে অতিরিক্ত কড়া পদক্ষেপ নেওয়ারও অভিযোগ ওঠেছে। এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির বিবৃতিতে বিক্ষোভ দমনে ভারতীয় কর্তৃপক্ষকে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সংস্থাটি দাবি করেছে, বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপের কারণে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভে বিপদজ্জনক উপায়ে দমন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। একইসঙ্গে মুসলিমদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ নিচ্ছে তাও চিন্তার বিষয় বলে জানিয়েছে তারা। বিবৃতিতে আরো বলা হয়, ধর্মী অনুভূতিতে আঘাত হানার কারণে সরকারের বিরুদ্ধে যেসকল মুসলিমরা মুখ খোলার স্পর্ধা দেখিছে বেছে বেছে তাদের ওপরেই নির্যাতন করে প্রতিশোধ নিচ্ছে মোদি সরকার। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোন আসনে লড়বেন

মুসলিমদের টার্গেট করেছে মোদি সরকার: অ্যামনেস্টি

আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের মহানবী (সা.) কে নিয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের জন্ম দেয়। তাদের মন্তব্যের জেরে ভারতসহ পুরো মুসলিম বিশ্বেই ওঠে প্রতিবাদের ঝড়। দেশটির বিক্ষোভকারী মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে ইতোমধ্যে। অবশেষে চলমান পরিস্থিতি নিয়ে কড়া বিবৃতি দিয়েছে মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভারত সরকারকে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মহানবী (সা.)-কে নিয়ে বিজেপির দুই মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতীয় পণ্য বয়কটের পদক্ষেপ নেয়। এছাড়াও বিভিন্ন মুসলিম প্রধান দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের জরুরি তলব করেও কড়া প্রতিক্রিয়ায়। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিক্ষোভ দমনে অতিরিক্ত কড়া পদক্ষেপ নেওয়ারও অভিযোগ ওঠেছে। এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির বিবৃতিতে বিক্ষোভ দমনে ভারতীয় কর্তৃপক্ষকে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সংস্থাটি দাবি করেছে, বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপের কারণে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভে বিপদজ্জনক উপায়ে দমন প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। একইসঙ্গে মুসলিমদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ নিচ্ছে তাও চিন্তার বিষয় বলে জানিয়েছে তারা। বিবৃতিতে আরো বলা হয়, ধর্মী অনুভূতিতে আঘাত হানার কারণে সরকারের বিরুদ্ধে যেসকল মুসলিমরা মুখ খোলার স্পর্ধা দেখিছে বেছে বেছে তাদের ওপরেই নির্যাতন করে প্রতিশোধ নিচ্ছে মোদি সরকার। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার।