ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুরগির মালাইকারি তৈরির রেসিপি

  • আপডেট সময় : ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : চিংড়ির মালাইকারি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল বটে। তাই তো মালাইকারি নাম শুনলেই মনে পড়ে চিংড়ির কথা। তবে শুধু চিংড়ি নয় মুরগি দিয়েও রান্না করতে পারবেন মালাইকারি। গতানুগতিক মুরগির ঝোল, ভুনা না খেয়ে স্বাদ বদলাতে এভাবে রান্না করতে পারেন। খুব সহজ উপায়ে মুরগির মালাইকারি রান্না করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি-
উপকরণ : ১. মুরগির মাংস ১ কেজি ২. নারকেলের দুধ ২ কাপ ৩. মিষ্টি দই ২ টেবিল চামচ ৪. আদা বাটা ১ চা চামচ ৫. রসুন বাটা ১ চা চামচ ৬. কাঁচা মরিচ ৫-৬টি ৭. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ ৮. কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ ৯. দারচিনি ২ টুকরো ১০. এলাচ ৪টি ১১. ডিম ১টি ১২. বাদামকুচি ১ চা চামচ ১৩. ময়দা ১ টেবিল চামচ ১৪. ঘি ১ টেবিল চামচ ১৫. লবণ পরিমাণ মতো ১৬. টমেটো পিউরি ৪ চা চামচ ১৭. মরিচ গুঁড়া ২ চা চামচ ১৮. তেল প্রয়োজন মতো।
পদ্ধতি : প্রথমে মাংসর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার এর সঙ্গে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, ময়দা এবং ডিম ফাটিয়ে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করুন। চুলায় প্যান বসিয়ে গরম করে নিন। অল্প ঘি আর তেল দিয়ে গরম করে তাতে মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিন। একই প্যানে পেঁয়াজ বাটা, দারচিনি ও এলাচ দিয়ে একটু ভেজে নিন। এবার এতে আদা-রসুন বাটা, হলুদ ও শুকনা মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে কড়াইয়ে টমেটো পিউরি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ঢাকা রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এবার ভাত, পোলাও কিংবা পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার মুরগির মালাইকারি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মুরগির মালাইকারি তৈরির রেসিপি

আপডেট সময় : ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২

লাইফস্টাইল ডেস্ক : চিংড়ির মালাইকারি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল বটে। তাই তো মালাইকারি নাম শুনলেই মনে পড়ে চিংড়ির কথা। তবে শুধু চিংড়ি নয় মুরগি দিয়েও রান্না করতে পারবেন মালাইকারি। গতানুগতিক মুরগির ঝোল, ভুনা না খেয়ে স্বাদ বদলাতে এভাবে রান্না করতে পারেন। খুব সহজ উপায়ে মুরগির মালাইকারি রান্না করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি-
উপকরণ : ১. মুরগির মাংস ১ কেজি ২. নারকেলের দুধ ২ কাপ ৩. মিষ্টি দই ২ টেবিল চামচ ৪. আদা বাটা ১ চা চামচ ৫. রসুন বাটা ১ চা চামচ ৬. কাঁচা মরিচ ৫-৬টি ৭. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ ৮. কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ ৯. দারচিনি ২ টুকরো ১০. এলাচ ৪টি ১১. ডিম ১টি ১২. বাদামকুচি ১ চা চামচ ১৩. ময়দা ১ টেবিল চামচ ১৪. ঘি ১ টেবিল চামচ ১৫. লবণ পরিমাণ মতো ১৬. টমেটো পিউরি ৪ চা চামচ ১৭. মরিচ গুঁড়া ২ চা চামচ ১৮. তেল প্রয়োজন মতো।
পদ্ধতি : প্রথমে মাংসর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার এর সঙ্গে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, ময়দা এবং ডিম ফাটিয়ে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করুন। চুলায় প্যান বসিয়ে গরম করে নিন। অল্প ঘি আর তেল দিয়ে গরম করে তাতে মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিন। একই প্যানে পেঁয়াজ বাটা, দারচিনি ও এলাচ দিয়ে একটু ভেজে নিন। এবার এতে আদা-রসুন বাটা, হলুদ ও শুকনা মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে কড়াইয়ে টমেটো পিউরি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ঢাকা রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এবার ভাত, পোলাও কিংবা পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার মুরগির মালাইকারি।