ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে উত্তেজনা, পুলিশ–সেনাবাহিনী মোতায়েন

  • আপডেট সময় : ১১:২২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের শহরের গণকাপাড়ার রাঢ়িবাড়িতে দিনমজুর হাসিফ (৩৫) কৃর্তক পবিত্র কোরআন পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দিনের শুরুতে ওই যুবকের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানির পর মধ্যরাতেই তার বাড়ি ঘিরে হাজারো মানুষ জড়ো হয়ে তাকে ঘর থেকে বের করে আনার চেষ্টা চালায়।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্ত হাসিফকে নিজের ঘর থেকে বের করে হেলমেট পরিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানায় নিয়ে যায়। মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম রাত পৌনে ১টার দিকে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত হাসিফ গ্রামটির রবিউল ইসলামের পুত্র।

পুলিশ জানিয়েছে, সকালে নিজ বাড়ির পাশে ওই যুবক পবিত্র কোরআন পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ তোলেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। রাত ১১টার দিকে ক্ষুব্ধ একদল মুসল্লি যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী ওই যুবককে আটক করে। পাশাপাশি মুসল্লিদের রোষানল থেকে বাঁচাতে যুবকের বাবাকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তাদের থানায় নেওয়ার সময়ে অনেকে বাধা দেন এবং শাস্তির দাবি জানান।

একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শান্ত হন মুসল্লিরা।

তবে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার পরিবার মুসলিম। মাদকাসক্ত হওয়ায় এমন কাজ করেছেন। তবে এত রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো ঠিক হয়নি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সংবাদমাধ্যমকে বলেন, পবিত্র কোরআন ‘অবমাননার’ অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মুসল্লিদের রোষানল থেকে বাঁচাতে যুবকের বাবাকে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছেন।

এসি/আপ্র/০৬/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আজ নেই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৮৬

মুন্সীগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে উত্তেজনা, পুলিশ–সেনাবাহিনী মোতায়েন

আপডেট সময় : ১১:২২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের শহরের গণকাপাড়ার রাঢ়িবাড়িতে দিনমজুর হাসিফ (৩৫) কৃর্তক পবিত্র কোরআন পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দিনের শুরুতে ওই যুবকের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানির পর মধ্যরাতেই তার বাড়ি ঘিরে হাজারো মানুষ জড়ো হয়ে তাকে ঘর থেকে বের করে আনার চেষ্টা চালায়।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্ত হাসিফকে নিজের ঘর থেকে বের করে হেলমেট পরিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানায় নিয়ে যায়। মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম রাত পৌনে ১টার দিকে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত হাসিফ গ্রামটির রবিউল ইসলামের পুত্র।

পুলিশ জানিয়েছে, সকালে নিজ বাড়ির পাশে ওই যুবক পবিত্র কোরআন পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ তোলেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। রাত ১১টার দিকে ক্ষুব্ধ একদল মুসল্লি যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী ওই যুবককে আটক করে। পাশাপাশি মুসল্লিদের রোষানল থেকে বাঁচাতে যুবকের বাবাকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তাদের থানায় নেওয়ার সময়ে অনেকে বাধা দেন এবং শাস্তির দাবি জানান।

একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শান্ত হন মুসল্লিরা।

তবে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার পরিবার মুসলিম। মাদকাসক্ত হওয়ায় এমন কাজ করেছেন। তবে এত রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো ঠিক হয়নি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সংবাদমাধ্যমকে বলেন, পবিত্র কোরআন ‘অবমাননার’ অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মুসল্লিদের রোষানল থেকে বাঁচাতে যুবকের বাবাকে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন রয়েছেন।

এসি/আপ্র/০৬/১২/২০২৫