ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন আরিফ হোসেন মুন। গত সোমবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বরাবর পদত্যাগ পাঠিয়েছিলেন তিনি। মুনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে গত মঙ্গলবার জানিয়েছে বাফুফে।
পদত্যাগপত্রে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লিখেছেন, ব্যক্তিগত কারণেই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও সব স্থায়ী কমিটি থেকে সরে যাচ্ছেন। পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে গত রাতে তিনি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে লিখেছেন, বাফুফের কমিটিতে নির্বাচিত হয়ে কাজ করতে পারেননি। সেই হতাশা থেকেই এই সিদ্ধান্ত। রক্ষণভাগের খেলোয়াড় আরিফ হোসেন মুন ১৯৯৩ ঢাকা সাফ গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। অধিনায়কত্ব করেছেন ব্রাদার্স ইউনিয়নেরও। ব্রাদার্স ইউনিয়ন ছাড়াও নব্বইয়ের দশকে খেলেছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে। বাফুফের সবশেষ নির্বাচনে আরিফ হোসেন মুন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাদল রায়ের প্যানেল থেকে। অনেকদিন ধরেই তিনি বাফুফের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন।
মুনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাফুফে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ