ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

মুনাফার ৫৮ শতাংশের ভাগ দেবে না লংকাবাংলা ফাইন্যান্স

  • আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বড় মুনাফা করলেও তার সিংহভাগ অংশ বিনিয়োগকারীদের না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়। কোম্পানিটি যে মুনাফা করেছে তার ৪২ শতাংশ লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটির মুনাফার ৫৮ শতাংশের ভাগ পাওয়া থেকে বঞ্চিত হবেন। সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনাপর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা নগদ ১ টাকা করে পাবেন। লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ৩৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮২ পয়সা। ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুনাফার ৫৮ শতাংশের ভাগ দেবে না লংকাবাংলা ফাইন্যান্স

আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বড় মুনাফা করলেও তার সিংহভাগ অংশ বিনিয়োগকারীদের না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়। কোম্পানিটি যে মুনাফা করেছে তার ৪২ শতাংশ লভ্যাংশ হিসেবে বিনিয়োগকারীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটির মুনাফার ৫৮ শতাংশের ভাগ পাওয়া থেকে বঞ্চিত হবেন। সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনাপর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা নগদ ১ টাকা করে পাবেন। লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ৩৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮২ পয়সা। ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।