মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে মো. মুজিবুর রহমান (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপিসহ ৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ গতকাল বৃহষ্পতিবার বলেন, বুধবার উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে লাতু বিওপির বিজিবি সদস্যরা মুজিবুর রহমানকে আটক করেন। পরে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে। অপরজন বাংলাদেশি নাগরিক লোকমান হোসেন কৌশলে পালিয়ে যান।