ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

মুঠোফোন চুরি-ছিনতাইয়ের পর তিন হাত ঘুরে হয় বিক্রি

  • আপডেট সময় : ১২:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চোরাই মোবাইল ফোন তিন হাত ঘুরে আবারও বিক্রি হয়। চোরের দল চুরি করা মুঠোফোন পুরোনো ফোন ক্রেতাদের কাছে বিক্রি করে। তাঁরা চোরাই ওই মুঠোফোন সংস্কার ও এর আইইডি নম্বর পরিবর্তন করে মুঠোফোনের দোকানে বিক্রি করেন। ওই দোকান থেকে ক্রেতারা এসব কিনে ব্যবহার করেন।
গত সোমবার রাজধানীর উত্তরা পশ্চিমা থানা এলাকায় অভিযান চালিয়ে এর সঙ্গে জড়িত অভিযোগে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের কাছ থেকে ১৫৮টি চোরাই মুঠোফোন, ১টি ল্যাপটপ ও ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনির হোসেন (২৮), মোতাহার হোসেন (৫৫), সুরুজ হোসেন (২২), মো. শাহজালাল (২৩), মেহেদী হাসান (২০), কুমার সানি (২৫), মো. হৃদয় (২৫) ও শামীম ওসমান (১৯)।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। এ কে এম হাফিজ আক্তার বলেন, গত ২৯ এপ্রিল এক ব্যক্তি উত্তরা ১০ নম্বর সেক্টরের জামে মসজিদে নামাজ পড়তে গেলে অজুখানা থেকে তাঁর মুঠোফোন চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি ১৬ মে উত্তরা পশ্চিম থানায় একটি মুঠোফোন চুরির মামলা করেন।
ডিবি উত্তরা বিভাগের উত্তরা অঞ্চলের দল ওই ঘটনার ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে তারা চুরিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। অবস্থান নিশ্চিত হয়ে তাঁদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন স্থানে মুঠোফোন চুরির কথা স্বীকার করেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আরেকটি চুরির মামলা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশা বদলাচ্ছেন শিক্ষকরা

মুঠোফোন চুরি-ছিনতাইয়ের পর তিন হাত ঘুরে হয় বিক্রি

আপডেট সময় : ১২:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : চোরাই মোবাইল ফোন তিন হাত ঘুরে আবারও বিক্রি হয়। চোরের দল চুরি করা মুঠোফোন পুরোনো ফোন ক্রেতাদের কাছে বিক্রি করে। তাঁরা চোরাই ওই মুঠোফোন সংস্কার ও এর আইইডি নম্বর পরিবর্তন করে মুঠোফোনের দোকানে বিক্রি করেন। ওই দোকান থেকে ক্রেতারা এসব কিনে ব্যবহার করেন।
গত সোমবার রাজধানীর উত্তরা পশ্চিমা থানা এলাকায় অভিযান চালিয়ে এর সঙ্গে জড়িত অভিযোগে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের কাছ থেকে ১৫৮টি চোরাই মুঠোফোন, ১টি ল্যাপটপ ও ১ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনির হোসেন (২৮), মোতাহার হোসেন (৫৫), সুরুজ হোসেন (২২), মো. শাহজালাল (২৩), মেহেদী হাসান (২০), কুমার সানি (২৫), মো. হৃদয় (২৫) ও শামীম ওসমান (১৯)।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। এ কে এম হাফিজ আক্তার বলেন, গত ২৯ এপ্রিল এক ব্যক্তি উত্তরা ১০ নম্বর সেক্টরের জামে মসজিদে নামাজ পড়তে গেলে অজুখানা থেকে তাঁর মুঠোফোন চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই ব্যক্তি ১৬ মে উত্তরা পশ্চিম থানায় একটি মুঠোফোন চুরির মামলা করেন।
ডিবি উত্তরা বিভাগের উত্তরা অঞ্চলের দল ওই ঘটনার ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে তারা চুরিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। অবস্থান নিশ্চিত হয়ে তাঁদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন স্থানে মুঠোফোন চুরির কথা স্বীকার করেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আরেকটি চুরির মামলা হয়েছে।