ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মুঠোফোনে ডেটা খরচ কমাবেন যেভাবে

  • আপডেট সময় : ০৯:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : মুঠোফোনে দীর্ঘসময় ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। এতে দ্রুত ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়, ফলে প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ মেলে না। এ সমস্যা থেকে রক্ষা পেতে মুঠোফোনে ইন্টারনেট ডেটা ব্যবহারের সময় ও ডেটা ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে দিতে পারবেন। ফলে আপনার বেঁধে দেওয়া সময় বা ডেটার পরিমাণ শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে সতর্কবার্তা দেখা যাবে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে।
ইন্টারনেট ডেটা ব্যবহারের সময় ও ডেটার পরিমাণ নির্ধারণের জন্য প্রথমে মুঠোফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে। এবার ঘবঃড়িৎশ ্ রহঃবৎহবঃ সেটিংস থেকে ওহঃবৎহবঃ অপশন ট্যাপ করে আপনার মুঠোফোনে ব্যবহৃত অপারেটরের নাম নির্বাচন করুন। এরপর পর্দার নিচে থাকা উধঃধ ধিৎহরহম ্ ষরসরঃ অপশনে ক্লিক করে গড়নরষব ফধঃধ ঁংধমব পুপষব নির্বাচন করতে হবে। এবার ঝবঃ ফধঃধ ধিৎহরহম অপশন চালু করে ইন্টারনেট ডেটা ব্যবহারের সময়সীমা বা পরিমাণ নির্ধারণ করে দিলেই সেগুলো শেষ হওয়ার আগে সতর্কবার্তা দেখা যাবে।
মুঠোফোনে ইন্টারনেট ডেটার খরচ কমাতে অনেকেই ডেটা সেভার মোড ব্যবহার করেন। তবে এতে অ্যাপের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না। সমস্যা সমাধানে যে অ্যাপগুলো বেশি ডেটা খরচ করে, কেবল সেগুলোতে ডেটা সেভার মোড চালু করা উচিত। এ জন্য সেটিংসে প্রবেশ করে ঘবঃড়িৎশ ্ রহঃবৎহবঃ অপশন থেকে ওহঃবৎহবঃ এ ট্যাপ করে ঘড়হ-পধৎৎরবৎ ফধঃধ ঁংধমব নির্বাচন করলেই বেশি ডেটা খরচ করা অ্যাপগুলোর তালিকা দেখা যাবে। চাইলে অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করেও ইন্টারনেট ডেটা খরচ কমানো যায়। এ জন্য ইধপশমৎড়ঁহফ উধঃধ অপশনে ক্লিক করে টহৎবংঃৎরপঃবফ ফধঃধ ঁংধমব-এ ক্লিক করতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মুঠোফোনে ডেটা খরচ কমাবেন যেভাবে

আপডেট সময় : ০৯:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : মুঠোফোনে দীর্ঘসময় ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। এতে দ্রুত ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়, ফলে প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহারের সুযোগ মেলে না। এ সমস্যা থেকে রক্ষা পেতে মুঠোফোনে ইন্টারনেট ডেটা ব্যবহারের সময় ও ডেটা ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে দিতে পারবেন। ফলে আপনার বেঁধে দেওয়া সময় বা ডেটার পরিমাণ শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে সতর্কবার্তা দেখা যাবে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে।
ইন্টারনেট ডেটা ব্যবহারের সময় ও ডেটার পরিমাণ নির্ধারণের জন্য প্রথমে মুঠোফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে। এবার ঘবঃড়িৎশ ্ রহঃবৎহবঃ সেটিংস থেকে ওহঃবৎহবঃ অপশন ট্যাপ করে আপনার মুঠোফোনে ব্যবহৃত অপারেটরের নাম নির্বাচন করুন। এরপর পর্দার নিচে থাকা উধঃধ ধিৎহরহম ্ ষরসরঃ অপশনে ক্লিক করে গড়নরষব ফধঃধ ঁংধমব পুপষব নির্বাচন করতে হবে। এবার ঝবঃ ফধঃধ ধিৎহরহম অপশন চালু করে ইন্টারনেট ডেটা ব্যবহারের সময়সীমা বা পরিমাণ নির্ধারণ করে দিলেই সেগুলো শেষ হওয়ার আগে সতর্কবার্তা দেখা যাবে।
মুঠোফোনে ইন্টারনেট ডেটার খরচ কমাতে অনেকেই ডেটা সেভার মোড ব্যবহার করেন। তবে এতে অ্যাপের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না। সমস্যা সমাধানে যে অ্যাপগুলো বেশি ডেটা খরচ করে, কেবল সেগুলোতে ডেটা সেভার মোড চালু করা উচিত। এ জন্য সেটিংসে প্রবেশ করে ঘবঃড়িৎশ ্ রহঃবৎহবঃ অপশন থেকে ওহঃবৎহবঃ এ ট্যাপ করে ঘড়হ-পধৎৎরবৎ ফধঃধ ঁংধমব নির্বাচন করলেই বেশি ডেটা খরচ করা অ্যাপগুলোর তালিকা দেখা যাবে। চাইলে অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করেও ইন্টারনেট ডেটা খরচ কমানো যায়। এ জন্য ইধপশমৎড়ঁহফ উধঃধ অপশনে ক্লিক করে টহৎবংঃৎরপঃবফ ফধঃধ ঁংধমব-এ ক্লিক করতে হবে।