রওনক বিনতে মুনীব প্রীতি : তুমি আমার
তুমি সবার
তুমি সারা বিশ্বের অহংকার,
তুমি কৃষকের
তুমি শ্রমিকের
তুমি শুধু বিরোধীর হুঙ্কার।
তুমি গরীবের
তুমি ধনীদের
তুমি স্বাধীনতার অগ্রনায়ক,
তুমি শিশুদের
তুমি নারীদের
তুমি শত্রুদের খলনায়ক।
তুমি বিধবার
তুমি সধবার
তুমি সবার প্রাণের স্পন্দন,
তুমি বাঙালির
তুমি কাঙালির
তুমি হায়েনাদের ক্রন্দন।
তুমি সর্ব
তুমি গর্ব
তুমি মানবিকতার নক্ষত্র,
তুমি শিক্ষা
তুমি দীক্ষা
তুমি মহানুভবতার ক্ষেত্র।
তুমি ধন্য
তুমি অনন্য
তুমি এদেশের এক সূর্য,
তুমি মহান
তুমি মহীয়ান
তুমি রণক্ষেত্রের তূর্য।