ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মুজিববর্ষ উপলক্ষ্যে ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী ড. নূরুন নবী’র ২০০ বই বিতরণ

  • আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে নিজের লেখা বই বিতরণের উদ্যোগ নিয়েছেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকম-লীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. নূরুন নবী। গত রোববার সকালে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা জাহানের নিকট দুটি বই প্রদানের মাধ্যমে বিতরণ কর্মসূচি শুরু হয়। এসময় লেখকের দুটি বই- ‘বাংলাদেশে পাকিস্তানীদের যুদ্ধাপরাধ ও প্রেসিডেন্ট নিক্সন-ড. কিসিঞ্জারের দায়’ এবং ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু’ নামের দুটি বই হস্তান্তর করা হয়। লেখকের পক্ষে বই বিতরণ করেছেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ওমর আলী।
এরপর কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষ শাহীনুর বেগম, ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: লূৎফর রহমান, কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ গোলাম মোরশেদ সুমন, আশা ইউনিভার্সিটির উপাচার্য ইকবাল খান চৌধুরী এবং অনাথ শিশুদের শিক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসওএস চিলড্রেন ভিলেজেস এর এসিসটেন্ট প্রোগ্রাম অফিসার মুস্তাকিম খানের নিকট বই দুটি দেওয়া হয়।
বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বই দুটি দেওয়া হয়। সোমবারে শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, তেজগাঁও সরকারী বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ, গভর্নমেন্ট সাউন্স হাই স্কুল, তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বই দেওয়া হয়।
ওমর আলী বলেন, বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫দিনের মধ্যে ১শ প্রতিষ্ঠানে বই দেওয়া হবে। বইগুলি এসব প্রতিষ্ঠানের গ্রন্থাগারে রাখা হবে। এরআগে গত ১৬ অক্টোবর ২০২২ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে তালিকাভুক্ত হয় লেখকের বই, ‘জাপানীদের চোখে বাঙালি বীর’, ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু’, ‘মুক্তিযুদ্ধে ভারত’ এবং ‘দ্যা রোল অফ নিক্সন কিসিঞ্জার ইন দ্য নাইনটিন সেভেনটি ওয়ান পাকিস্তানী ওয়ার’।
ভারতের ন্যাশনাল লাইব্রেরিতেও তালিকাভুক্ত হয়েছে ড. নূরুন নবীর ৯টি বই। ৩শ বছরের প্রাচীন এই লাইব্রেরিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে গবেষণার জন্য সংরক্ষিত আছে- অনিবার্য মুক্তিযুদ্ধ, জন্ম ঝড়ের বাংলাদেশ, বুলেটস অফ সেভেনটি ওয়ান, বঙ্গবন্ধু এন্ড টারবুলেন্ট বাংলাদেশ, জাপানীদের চোখে বাঙালি বীর, অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ভারত এবং দ্যা রোল অফ নিক্সন কিসিঞ্জার ইন দ্য নাইনটিন সেভেনটি ওয়ান পাকিস্তানী ওয়ার। ন্যাশনাল লাইব্রেরিতে ভারতের বিভিন্ন অঞ্চলের ১৩টি ভাষার বই ছাড়াও বাংলা, ইংরেজি, আরবী, রাশিয়ান, চায়নিজ, জার্মান ও ফ্রেঞ্চ ভাষার ৫০ লক্ষাধিক বই ও জার্নাল রয়েছে।
ড. নূরুন নবী প্রায় ৪৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি ২০২০ সালে বাংলাদেশ সরকারের ২য় সর্বোচ্চ রাষ্ট্রিয় সম্মাননা একুশে পদক পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ক্যিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। ড. নূরুন নবী বর্তমানে যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইনসবোরো নগরীতে পরপর ৪বারের নির্বাচিত কাউন্সিলম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাকালীন স্পন্সর পরিচালক, এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের প্রেসিডিয়াম মেম্বার, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতিসহ দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৯

মুজিববর্ষ উপলক্ষ্যে ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী ড. নূরুন নবী’র ২০০ বই বিতরণ

আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে নিজের লেখা বই বিতরণের উদ্যোগ নিয়েছেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকম-লীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. নূরুন নবী। গত রোববার সকালে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা জাহানের নিকট দুটি বই প্রদানের মাধ্যমে বিতরণ কর্মসূচি শুরু হয়। এসময় লেখকের দুটি বই- ‘বাংলাদেশে পাকিস্তানীদের যুদ্ধাপরাধ ও প্রেসিডেন্ট নিক্সন-ড. কিসিঞ্জারের দায়’ এবং ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু’ নামের দুটি বই হস্তান্তর করা হয়। লেখকের পক্ষে বই বিতরণ করেছেন এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ওমর আলী।
এরপর কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষ শাহীনুর বেগম, ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: লূৎফর রহমান, কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ গোলাম মোরশেদ সুমন, আশা ইউনিভার্সিটির উপাচার্য ইকবাল খান চৌধুরী এবং অনাথ শিশুদের শিক্ষায় নিয়োজিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসওএস চিলড্রেন ভিলেজেস এর এসিসটেন্ট প্রোগ্রাম অফিসার মুস্তাকিম খানের নিকট বই দুটি দেওয়া হয়।
বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, কবি নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বই দুটি দেওয়া হয়। সোমবারে শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, তেজগাঁও সরকারী বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ, গভর্নমেন্ট সাউন্স হাই স্কুল, তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বই দেওয়া হয়।
ওমর আলী বলেন, বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫দিনের মধ্যে ১শ প্রতিষ্ঠানে বই দেওয়া হবে। বইগুলি এসব প্রতিষ্ঠানের গ্রন্থাগারে রাখা হবে। এরআগে গত ১৬ অক্টোবর ২০২২ ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে তালিকাভুক্ত হয় লেখকের বই, ‘জাপানীদের চোখে বাঙালি বীর’, ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু’, ‘মুক্তিযুদ্ধে ভারত’ এবং ‘দ্যা রোল অফ নিক্সন কিসিঞ্জার ইন দ্য নাইনটিন সেভেনটি ওয়ান পাকিস্তানী ওয়ার’।
ভারতের ন্যাশনাল লাইব্রেরিতেও তালিকাভুক্ত হয়েছে ড. নূরুন নবীর ৯টি বই। ৩শ বছরের প্রাচীন এই লাইব্রেরিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে গবেষণার জন্য সংরক্ষিত আছে- অনিবার্য মুক্তিযুদ্ধ, জন্ম ঝড়ের বাংলাদেশ, বুলেটস অফ সেভেনটি ওয়ান, বঙ্গবন্ধু এন্ড টারবুলেন্ট বাংলাদেশ, জাপানীদের চোখে বাঙালি বীর, অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ভারত এবং দ্যা রোল অফ নিক্সন কিসিঞ্জার ইন দ্য নাইনটিন সেভেনটি ওয়ান পাকিস্তানী ওয়ার। ন্যাশনাল লাইব্রেরিতে ভারতের বিভিন্ন অঞ্চলের ১৩টি ভাষার বই ছাড়াও বাংলা, ইংরেজি, আরবী, রাশিয়ান, চায়নিজ, জার্মান ও ফ্রেঞ্চ ভাষার ৫০ লক্ষাধিক বই ও জার্নাল রয়েছে।
ড. নূরুন নবী প্রায় ৪৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি ২০২০ সালে বাংলাদেশ সরকারের ২য় সর্বোচ্চ রাষ্ট্রিয় সম্মাননা একুশে পদক পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ক্যিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। ড. নূরুন নবী বর্তমানে যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইনসবোরো নগরীতে পরপর ৪বারের নির্বাচিত কাউন্সিলম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাকালীন স্পন্সর পরিচালক, এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের প্রেসিডিয়াম মেম্বার, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতিসহ দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।