ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

মুজিবনগর দিবস যারা পালন করে না, তারা বর্ণচোরা: কাদের

  • আপডেট সময় : ০১:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন ১৭ এপ্রিল যারা ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস’ পালন করেন না, তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “আমাদের ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পরে বিতর্ক করা সমীচীন নয়। ১৭ এপ্রিল যারা পালন করে না, ৭ মার্চ যারা পালন করে না, ৭ জুন যারা পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়, তারা হচ্ছে ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা।”
মুজিব নগর দিবস উপলক্ষে গতকাল রোববার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “আজকের দিনে আমাদের শপথ হবে, আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরও সুসংহত করা।”
মুজিবনগর দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
ওবায়দুল কাদের বলেন, “১৯৭১ সালের এই দিনে মেহেরপুর বৈধনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। ১০ এপ্রিল সরকার গঠনের দিন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের প্রথম দিন। যে সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার হিসেবে শপথ গ্রহণ করে। এই শপথে জাতীয় চার নেতা ছিলেন। আজকে ববঙ্গবন্ধু নেই, নেই জাতীয় চার নেতা।
“মুক্তিযুদ্ধকে সফল পরিণতির দিকে নিয়ে গেছেন বঙ্গবন্ধুই, আসলে মূলত বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। আর জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধকে সাংগঠনিকভাবে বিজয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন।” আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

মুজিবনগর দিবস যারা পালন করে না, তারা বর্ণচোরা: কাদের

আপডেট সময় : ০১:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন ১৭ এপ্রিল যারা ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস’ পালন করেন না, তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “আমাদের ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পরে বিতর্ক করা সমীচীন নয়। ১৭ এপ্রিল যারা পালন করে না, ৭ মার্চ যারা পালন করে না, ৭ জুন যারা পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়, তারা হচ্ছে ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা।”
মুজিব নগর দিবস উপলক্ষে গতকাল রোববার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “আজকের দিনে আমাদের শপথ হবে, আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে আরও সুসংহত করা।”
মুজিবনগর দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
ওবায়দুল কাদের বলেন, “১৯৭১ সালের এই দিনে মেহেরপুর বৈধনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। ১০ এপ্রিল সরকার গঠনের দিন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের প্রথম দিন। যে সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার হিসেবে শপথ গ্রহণ করে। এই শপথে জাতীয় চার নেতা ছিলেন। আজকে ববঙ্গবন্ধু নেই, নেই জাতীয় চার নেতা।
“মুক্তিযুদ্ধকে সফল পরিণতির দিকে নিয়ে গেছেন বঙ্গবন্ধুই, আসলে মূলত বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। আর জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধকে সাংগঠনিকভাবে বিজয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন।” আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।