ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

মুগদায় গ্যাসের আগুনে দগ্ধ মা ও ছেলের মৃত্যু

  • আপডেট সময় : ০১:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ মুগদার একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ চারজনের মধ্যে এক নারী ও তার পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ত্রিশ বছর বয়সী মা প্রিয়াংকা বারৈয়ের মৃত্যু হয় গতকাল মঙ্গলবার ভোরে। তার আগে সোমবার রাত ১১টার দিকে মারা যায় তার ছেলে অরূপ বৌদ্ধ।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল। একই হাসপাতালে চিকিৎসাধীন প্রিয়াংকার মা শেফালী রানি বারৈ (৫৫) এবং স্বামী সুধাংশু বৌদ্ধর (৩৬) অবস্থাও আশঙ্কাজনক। শেফালীর শরীরের ৩৫ শতাংশ এবং সুধাংশুর ২৫ শতাংশ পুড়ে গেছে বলে আইয়ুব হোসেন জানিয়েছেন। এ পরিবারের বাসা দক্ষিণ মুগদার মাতব্বরগলির ৩৭ নম্বর হোল্ডিংয়ে একটি পাঁচ তলা বাড়ির নিচতলায়। সোমবার সকালে শেফালী রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয় এবং পুরো বাসায় আগুন ধরে যায়। মুগদা থানার পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব বলেন, “শীতকাল বলে ঘরের দরজা ও জানালা রাতে বন্ধ ছিল। রান্নাঘরের গ্যাস লাইনের ছিদ্র থেকে সারারাত গ্যাস বেরিয়ে ঘরে জমে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
বিস্ফোরণ ও আগুনে ওই বাসার বেশিরভাগ জিনিসপত্র পুড়ে যায়, জানলার কাচও ভেঙে যায়। চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের শুভযাত্রা বাংলাদেশের

মুগদায় গ্যাসের আগুনে দগ্ধ মা ও ছেলের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ মুগদার একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ চারজনের মধ্যে এক নারী ও তার পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ত্রিশ বছর বয়সী মা প্রিয়াংকা বারৈয়ের মৃত্যু হয় গতকাল মঙ্গলবার ভোরে। তার আগে সোমবার রাত ১১টার দিকে মারা যায় তার ছেলে অরূপ বৌদ্ধ।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ হয়েছিল। একই হাসপাতালে চিকিৎসাধীন প্রিয়াংকার মা শেফালী রানি বারৈ (৫৫) এবং স্বামী সুধাংশু বৌদ্ধর (৩৬) অবস্থাও আশঙ্কাজনক। শেফালীর শরীরের ৩৫ শতাংশ এবং সুধাংশুর ২৫ শতাংশ পুড়ে গেছে বলে আইয়ুব হোসেন জানিয়েছেন। এ পরিবারের বাসা দক্ষিণ মুগদার মাতব্বরগলির ৩৭ নম্বর হোল্ডিংয়ে একটি পাঁচ তলা বাড়ির নিচতলায়। সোমবার সকালে শেফালী রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয় এবং পুরো বাসায় আগুন ধরে যায়। মুগদা থানার পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব বলেন, “শীতকাল বলে ঘরের দরজা ও জানালা রাতে বন্ধ ছিল। রান্নাঘরের গ্যাস লাইনের ছিদ্র থেকে সারারাত গ্যাস বেরিয়ে ঘরে জমে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
বিস্ফোরণ ও আগুনে ওই বাসার বেশিরভাগ জিনিসপত্র পুড়ে যায়, জানলার কাচও ভেঙে যায়। চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে।