ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

মুক্তি পেলেন অপহৃত ২০ রাবার বাগান শ্রমিক

  • আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের লামায় রাবার বাগান থেকে অপহৃত ২০ শ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মুক্তি পান এ শ্রমিকরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সন্ত্রাসীদের মারধরে আহত শ্রমিকদের কক্সবাজারের ঈদগাহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন— মো. সিদ্দিক (৪০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), আবদুর রাজ্জাক (৩৩), মো. হারুন (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), মো. মোবারক (২৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯) ও মো. মবিন (২৫)। জিয়াউর রহমান (৪৫) নামের একজন শ্রমিক সোমবার সকালে সন্ত্রাসীদের কবল থেকে আহত অবস্থায় পালিয়ে আসেন। শ্রমিকদের সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের কুরাংঝিড়ি এলাকায় রাবার বাগান থেকে ২০ শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা।

রাবার বাগানের মালিক মো. ফোরকান সংবাদমাধ্যমকে জানান, অপহৃত শ্রমিকদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. আব্দুল করিম জানান, শ্রমিকদের সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। গত ১৪ জানুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে ৭ জন রাবার শ্রমিক এবং ২ ফেব্রুয়ারি ৭ জন কমলা বাগানের শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মুক্তি পেলেন অপহৃত ২০ রাবার বাগান শ্রমিক

আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের লামায় রাবার বাগান থেকে অপহৃত ২০ শ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মুক্তি পান এ শ্রমিকরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সন্ত্রাসীদের মারধরে আহত শ্রমিকদের কক্সবাজারের ঈদগাহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন— মো. সিদ্দিক (৪০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), আবদুর রাজ্জাক (৩৩), মো. হারুন (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), মো. মোবারক (২৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯) ও মো. মবিন (২৫)। জিয়াউর রহমান (৪৫) নামের একজন শ্রমিক সোমবার সকালে সন্ত্রাসীদের কবল থেকে আহত অবস্থায় পালিয়ে আসেন। শ্রমিকদের সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের কুরাংঝিড়ি এলাকায় রাবার বাগান থেকে ২০ শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা।

রাবার বাগানের মালিক মো. ফোরকান সংবাদমাধ্যমকে জানান, অপহৃত শ্রমিকদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. আব্দুল করিম জানান, শ্রমিকদের সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। গত ১৪ জানুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে ৭ জন রাবার শ্রমিক এবং ২ ফেব্রুয়ারি ৭ জন কমলা বাগানের শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।