ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মুক্তি পাচ্ছে আসিফ-সেলিনার ওয়েব ফিল্ম ‘মায়া : দ্য রিভেঞ্জ’

  • আপডেট সময় : ১২:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ওয়েব প্লাটফর্মে ফিল্ম ও সিরিজের জয়জয়কার চলছে। দর্শক এখন ওয়েবে। তাই শোবিজে প্রায় সব তারকাই ঝুঁকছেন এদিকেই। আর নির্মাতারাও চমক দেখাচ্ছেন নিত্য নতুন গল্প ও চরিত্র নিয়ে হাজির হয়ে। সেই ধারাবাহিকতায় আসতে চলেছে প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ছবিটি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আসিফ নূর ও সেলিনা আফ্রি। এ ছবিটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা। বেশ ঘটা করে ঘোষণা দিয়েই গত বছরের শেষদিকে শুরু হয় ‘মায়া: দ্য রিভেঞ্জ’র শুটিং। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার ও টিজার। সেটি বেশ আলোচনায় এসেছে। এই ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী আসিফ নূর। তিনি জাগো নিউজকে বলেন, ‘এখন দর্শক যে ধরনের গল্প ও সংলাপ পছন্দ করেন তেমন একটি কাজ ‘মায়া : দ্য রিভেঞ্জ’। আমাকে এখানে একদমই ভিন্নরূপে উপস্থাপন করা হয়েছে। ছবির গল্পে থাকছে চমক। সেলিনার সঙ্গে কাজ করেও উপভোগ করেছি। আশা করছি আমাদের জুটির রসায়ন ভালো লাগবে দর্শকের।’ দর্শকের কথা মাথায় রেখে ছবিটি ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ক্রিয়েশনস। রোববার থেকে তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাবে ছবিটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তি পাচ্ছে আসিফ-সেলিনার ওয়েব ফিল্ম ‘মায়া : দ্য রিভেঞ্জ’

আপডেট সময় : ১২:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

বিনোদন প্রতিবেদক : ওয়েব প্লাটফর্মে ফিল্ম ও সিরিজের জয়জয়কার চলছে। দর্শক এখন ওয়েবে। তাই শোবিজে প্রায় সব তারকাই ঝুঁকছেন এদিকেই। আর নির্মাতারাও চমক দেখাচ্ছেন নিত্য নতুন গল্প ও চরিত্র নিয়ে হাজির হয়ে। সেই ধারাবাহিকতায় আসতে চলেছে প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ছবিটি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আসিফ নূর ও সেলিনা আফ্রি। এ ছবিটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা। বেশ ঘটা করে ঘোষণা দিয়েই গত বছরের শেষদিকে শুরু হয় ‘মায়া: দ্য রিভেঞ্জ’র শুটিং। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার ও টিজার। সেটি বেশ আলোচনায় এসেছে। এই ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী আসিফ নূর। তিনি জাগো নিউজকে বলেন, ‘এখন দর্শক যে ধরনের গল্প ও সংলাপ পছন্দ করেন তেমন একটি কাজ ‘মায়া : দ্য রিভেঞ্জ’। আমাকে এখানে একদমই ভিন্নরূপে উপস্থাপন করা হয়েছে। ছবির গল্পে থাকছে চমক। সেলিনার সঙ্গে কাজ করেও উপভোগ করেছি। আশা করছি আমাদের জুটির রসায়ন ভালো লাগবে দর্শকের।’ দর্শকের কথা মাথায় রেখে ছবিটি ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ফ্যান্টম ক্রিয়েশনস। রোববার থেকে তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাবে ছবিটি।