বিনোদন ডেস্ক: জানা গেছে, মুক্তির দিনই অনলাইনের বিভিন্ন সাইটে ফাঁস হয়েছে ‘দেবা’। তাও কিনা আবার এইচডি কোয়ালিটিতে! করা যাচ্ছে ডাউনলোডও। এছাড়াও ফিল্মিজিলা, মুভিসরুলস, ফিম্লিমিফোরওয়াপ, পাগলওয়ার্ল্ড এবং ভেগামুভিতে ফাঁস হয়েছে ছবিটি। মুক্তির দিনেই ৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি পাইরেসির শিকার হওয়ায় বক্স অফিস আয় নিয়ে শঙ্কায় আছেন নির্মাতা প্রযোজকরা। বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের। বক্স অফিস ট্র্যাকিং সাইটগুলি থেকে জানা যায়, ছবির অগ্রিম বুকিং থেকে আয় প্রায় ১-৩কোটি টাকা আয় কম হয়েছে! ফিল্ম সমালোচকরা আশা করেছিলেন, ছবিটি উদ্বোধনী দিনে অগ্রিম বুকিং থেকে বেশ ভালোই ফল করবে।
তবে পরিসংখ্যান অবশ্য সেটা বলছে না। স্যাকনিল্ক-এর দেওয়া তথ্য অনুসারে ‘দেবা’ প্রথম দিনে অগ্রিম বুকিং করে মাত্র ১.৬৭ কোটি টাকা আয় করেছে। ছবিটি মুক্তির আগে ভারতজুড়ে এক লাখেরও কম টিকিট বিক্রি হয়েছে! শহীদের ‘দেবা’ পুরোপুরি কমার্শিয়াল মেজাজে বানানো।
ছবিটি ফাঁস হওয়া সত্বেও সংশ্লিষ্টরা আশা করছেন, ছবিটি স্পট বুকিংয়ে ঘুরে দাঁড়াবে। শুক্রবার মুক্তি পাওয়া ছবিটির বক্স অফিস নিয়ে মুভি রিভিউজ বলছে, ‘দেবা’ মুক্তির দিন এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ৫-৭ কোটি টাকা নেট আয় করেছে! যা শহীদের শেষ হিট ছবি ‘কবীর সিং’-এর এক-তৃতীয়াংশেরও কম। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘কবীর সিং’ ২০১৯ সালে প্রথম দিনে প্রায় ২০ কোটি টাকা আয় করেছিল। ‘দেবা’র হাত ধরেই ছবি পরিচালনার দুনিয়ায় পা রাখলেন পরিচালক রোশন অ্যান্ড্রুজ। এই ছবিতে পূজা হেগড়ে এবং পাভেল গুলাটিও অভিনয় করেছেন।