ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস বরুণের সিনেমা

  • আপডেট সময় : ০১:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : শুক্রবার (২৫ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত হরর-কমেডি ছবি ‘ভেড়িয়া’। মুক্তির মাত্র একদিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল এই ছবি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিভিন্ন সাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে এই ছবি। শুধু তাই নয়, একাধিক টরেন্ট সাইটে এইচডি কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে ‘ভেড়িয়া’। সাইটগুলোতে শুধু দেখাই যাচ্ছে না এই ছবি, তার সঙ্গে ডাউনলোডও করা যাচ্ছে বলে খবর। এদিকে ছবি মুক্তির মাত্র এক দিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ফলে এর প্রভাব যে ছবিটির বক্স অফিস কালেকশনেও পড়বে, তার প্রমাণ ইতোমধ্যেই মিলেছে ছবিটির প্রথম দিনের আয় থেকেই। জানা গেছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘ভেড়িয়া’র আয় দাঁড়িয়েছে মাত্র ১২ কোটি রুপি! যেখানে শুধুমাত্র ভারতীয় প্রেক্ষাগৃহ থেকেই ছবিটি আয় করেছে ৭.৪৮ কোটি রুপি! যা কিনা গেল সপ্তাহে মুক্তি প্রাপ্ত সুপার হিট ‘দৃশ্যম ২’ সিনেমার অষ্টম দিনের আয়ের তুলনায়ও কম। ফলে ধারণা করাই যাচ্ছে সামনের দিনগুলোতে ছবিটির বক্স অফিস আয় তেমন একটা জমতে যাচ্ছে না!
‘ভেড়িয়া’ একটি কাল্পনিক গল্পে নির্মিত চলচ্চিত্র। সিনেমার প্রধান চরিত্র ভাস্করকে (বরুণ ধাওয়ান) নেকড়ে কামড়ানোর পর প্রতি পূর্ণিমার রাতে নেকড়েতে রূপান্তরিত হয় ভাস্কর। এমনই চমকপ্রদ গল্পে নির্মিত ভেড়িয়াতে বরুণ ধাওয়ানের সঙ্গে আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন, দীপক ডোবরিয়াল এবং অভিষেক ব্যানার্জি। হরর-কমেডি সিনেমাটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। এটি জিও স্টুডিও এবং ভিজানের ম্যাডক ফিল্মস এর যৌথ প্রযোজনা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস বরুণের সিনেমা

আপডেট সময় : ০১:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : শুক্রবার (২৫ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত হরর-কমেডি ছবি ‘ভেড়িয়া’। মুক্তির মাত্র একদিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল এই ছবি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিভিন্ন সাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে এই ছবি। শুধু তাই নয়, একাধিক টরেন্ট সাইটে এইচডি কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে ‘ভেড়িয়া’। সাইটগুলোতে শুধু দেখাই যাচ্ছে না এই ছবি, তার সঙ্গে ডাউনলোডও করা যাচ্ছে বলে খবর। এদিকে ছবি মুক্তির মাত্র এক দিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ফলে এর প্রভাব যে ছবিটির বক্স অফিস কালেকশনেও পড়বে, তার প্রমাণ ইতোমধ্যেই মিলেছে ছবিটির প্রথম দিনের আয় থেকেই। জানা গেছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘ভেড়িয়া’র আয় দাঁড়িয়েছে মাত্র ১২ কোটি রুপি! যেখানে শুধুমাত্র ভারতীয় প্রেক্ষাগৃহ থেকেই ছবিটি আয় করেছে ৭.৪৮ কোটি রুপি! যা কিনা গেল সপ্তাহে মুক্তি প্রাপ্ত সুপার হিট ‘দৃশ্যম ২’ সিনেমার অষ্টম দিনের আয়ের তুলনায়ও কম। ফলে ধারণা করাই যাচ্ছে সামনের দিনগুলোতে ছবিটির বক্স অফিস আয় তেমন একটা জমতে যাচ্ছে না!
‘ভেড়িয়া’ একটি কাল্পনিক গল্পে নির্মিত চলচ্চিত্র। সিনেমার প্রধান চরিত্র ভাস্করকে (বরুণ ধাওয়ান) নেকড়ে কামড়ানোর পর প্রতি পূর্ণিমার রাতে নেকড়েতে রূপান্তরিত হয় ভাস্কর। এমনই চমকপ্রদ গল্পে নির্মিত ভেড়িয়াতে বরুণ ধাওয়ানের সঙ্গে আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন, দীপক ডোবরিয়াল এবং অভিষেক ব্যানার্জি। হরর-কমেডি সিনেমাটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। এটি জিও স্টুডিও এবং ভিজানের ম্যাডক ফিল্মস এর যৌথ প্রযোজনা।