বিনোদন প্রতিবেদক : পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘মা’ কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি মুক্তি দিতে নানা প্রস্তুতি শুরু করে দিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার। ‘মা’ মুক্তির বিষয়ে অরণ্য আনোয়ার বলেন, “আশা করছি, এক সপ্তাহের মধ্যেই সিনেমা মুক্তির বিষয়ে জানাতে পারব। দ্রুতই আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।” ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তান এবং তার মায়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে জানান নির্মাতা। তিনি বলেন, “সিনেমাটি আনকাট সেন্সর পাওয়ায় আমি খুব খুশি। সেন্সর বোর্ডের সদস্যরা এর প্রশংসা করেছেন। সিনেমাটিতে ১৯৭০ ও ১৯৭১ সালের বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে। “সেন্সর পেলেও আমরা এখনো হাতে সার্টিফিকেট পাইনি। এটা পেলেই আমরা এর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বসব।” সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজ্যকে পেটে নিয়ে মা সিনেমার শুটিং করেছি আমি। এজন্য এটি আমার কাছে একটা আবেগের জায়গা, আমার জন্য অদ্ভুত সুন্দর একটা স্মৃতি। আমার সারা জীবন মনে থাকবে। আরো মজার কথা হচ্ছে আমি যখন হলে গিয়ে সিনেমাটা দেখব, তখন রাজ্য আমার কোলে থাকবে।” মা সিনেমায় পরী ছাড়া আরও থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ। ‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন অরণ্য আনোয়ার। সিনেমাটি প্রযোজনা করছেন পুলক।
মুক্তির জন্য প্রস্তুত পরীমনির ‘মা’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ