ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

মুক্তির অপেক্ষায় ইমন-সালওয়ার ‘বীরত্ব’

  • আপডেট সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নিশাত নাওয়ার সালওয়া জুটির প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’-র শুটিং-ডাবিং শেষ হয়েছে আগেই। কোভিড পরিস্থিতির কারণে আটকে থাকা এই সিনেমা মুক্তি তোড়জোড় চলছে এরই মধ্যে। দ্রুতই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্যে সম্প্রতি ভারতের চেন্নাইতে শুরু হয়েছে পোস্ট প্রডাকশনের কাজ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা। পোস্ট প্রডাকশন এর কাজে বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন তিনি। সেখান থেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন তিনি। সাইদুল ইসলাম রানা বলেন, ‘দর্শকদের মাঝে ভালো মানের একটি ছবি উপহার দিতে আমাদের চেষ্টার কোনো কমতি রাখছি না। সম্পূর্ণ মৌলিক গল্পের একটি বানিজ্যিক সিনেমা এটি। এটুকু বলতে পারি, গতানুগতিক ধারার সিনেমাগুলো থেকে একটু আলাদা ফ্লেভার পাবে ছবিটিতে।’
নির্মাতা জানান, দেশে ফিরেই সেন্সরে জমা দিবেন ছবিটি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মুক্তির তারিখ ঘোষণা ও প্রচারণায় নামবে ‘বীরত্ব’ টিম। চিত্রনায়ক ইমন বলেন, দর্শক এ ছবিতে যেমন নতুন গল্প খুঁজে পাবে, তেমনি চমৎকার সব লোকেশন খুঁজে পাবে। আমি নিজেও টিমের ডেডিকেশনে মুগ্ধ। কোনো প্রকার সেট নির্মাণ করে নয়, শুরু থেকে একেবারে রিয়েল সব লোকেশনে কাজ করে আসছি। ইতোমধ্যেই শুটিং শেষের দিকে। আমি আমার সেরাটা দিয়ে কাজ করেছি। এটা হতে যাচ্ছে আমার জন্য নতুন এক টার্নিং পয়েন্ট। ছবিতে রাজু নামের একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন ইমন। তার বিপরীতে সালওয়াকেও দেখা যাবে একই চরিত্রে। সিনেমায় মফস্বল শহরের নানা বিষয়, একটি যৌনপল্লি, সেখানকার মানুষের জীবনসহ আরো কিছু সামাজিক ইস্যু উঠে আসবে। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য ও সংলাপ করেছেন নির্মাতা নিজেই।
২০২০ সালের অক্টোবরে রাজবাড়ী জেলায় শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। কয়েকধাপে দেশের কয়েকটি জেলায় শুটিংয়ের পর গত বছরের নভেম্বরে সিলেটে বন্ধ হয় ছবির লাইট-ক্যামেরা। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নিপুন আক্তার। এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজের অভিনীত সিনেমার বাইরের কোনো আইটেম গানে কোমর দুলিয়েছেন মিষ্টি জান্নাত। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজনা করেছেন শুক্লা বণিক। এর নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তির অপেক্ষায় ইমন-সালওয়ার ‘বীরত্ব’

আপডেট সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নিশাত নাওয়ার সালওয়া জুটির প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’-র শুটিং-ডাবিং শেষ হয়েছে আগেই। কোভিড পরিস্থিতির কারণে আটকে থাকা এই সিনেমা মুক্তি তোড়জোড় চলছে এরই মধ্যে। দ্রুতই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্যে সম্প্রতি ভারতের চেন্নাইতে শুরু হয়েছে পোস্ট প্রডাকশনের কাজ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা। পোস্ট প্রডাকশন এর কাজে বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন তিনি। সেখান থেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন তিনি। সাইদুল ইসলাম রানা বলেন, ‘দর্শকদের মাঝে ভালো মানের একটি ছবি উপহার দিতে আমাদের চেষ্টার কোনো কমতি রাখছি না। সম্পূর্ণ মৌলিক গল্পের একটি বানিজ্যিক সিনেমা এটি। এটুকু বলতে পারি, গতানুগতিক ধারার সিনেমাগুলো থেকে একটু আলাদা ফ্লেভার পাবে ছবিটিতে।’
নির্মাতা জানান, দেশে ফিরেই সেন্সরে জমা দিবেন ছবিটি। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মুক্তির তারিখ ঘোষণা ও প্রচারণায় নামবে ‘বীরত্ব’ টিম। চিত্রনায়ক ইমন বলেন, দর্শক এ ছবিতে যেমন নতুন গল্প খুঁজে পাবে, তেমনি চমৎকার সব লোকেশন খুঁজে পাবে। আমি নিজেও টিমের ডেডিকেশনে মুগ্ধ। কোনো প্রকার সেট নির্মাণ করে নয়, শুরু থেকে একেবারে রিয়েল সব লোকেশনে কাজ করে আসছি। ইতোমধ্যেই শুটিং শেষের দিকে। আমি আমার সেরাটা দিয়ে কাজ করেছি। এটা হতে যাচ্ছে আমার জন্য নতুন এক টার্নিং পয়েন্ট। ছবিতে রাজু নামের একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন ইমন। তার বিপরীতে সালওয়াকেও দেখা যাবে একই চরিত্রে। সিনেমায় মফস্বল শহরের নানা বিষয়, একটি যৌনপল্লি, সেখানকার মানুষের জীবনসহ আরো কিছু সামাজিক ইস্যু উঠে আসবে। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য ও সংলাপ করেছেন নির্মাতা নিজেই।
২০২০ সালের অক্টোবরে রাজবাড়ী জেলায় শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। কয়েকধাপে দেশের কয়েকটি জেলায় শুটিংয়ের পর গত বছরের নভেম্বরে সিলেটে বন্ধ হয় ছবির লাইট-ক্যামেরা। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নিপুন আক্তার। এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজের অভিনীত সিনেমার বাইরের কোনো আইটেম গানে কোমর দুলিয়েছেন মিষ্টি জান্নাত। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটির প্রযোজনা করেছেন শুক্লা বণিক। এর নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত।