বিনোদন প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে ফিরে ‘নিহত নক্ষত্র’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সঞ্জয় সমদ্দার পরিচালিত ওই নাটকে তিনি অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা শহীদ আজাদের চরিত্রে। এবার আসছেন ক্রাইম রিপোর্টার হয়ে।
‘পাস্ট টেনস’ নামে সাত পর্বের একটি ওয়েব সিরিজে এমন ভূমিকায় দেখা যাবে অপূর্বকে। যৌতভাবে এর চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় সমদ্দার এবং স্বরূপ চন্দ্র দে। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
পরিচালক জানান, ‘পাস্ট টেনস’-এ রয়েছে শ্বাসরুদ্ধকর একটি থ্রিলার গল্প। সেই থ্রিলের পেছনে থাকবে রাজনীতি, জীবন ও অতীত খোঁজার কাহিনি। চলতি মাসের শেষে শুরু হবে শুটিং। শুটিংয়ের হবে ঢাকা, বরিশাল, বাগেরহাট, মোংলাসহ বিভিন্ন লোকেশনে।
অপূর্ব বলেন, ‘ওটিটির কাজে শিল্পীদের চাহিদা বাড়ছে। ভালো বাজেটও থাকে। বাছাই করা গল্প নিয়ে, বাড়তি যতœ নিয়ে ওয়েবের কাজ করেন নির্মাতারা। এতে কাজের কোয়ালিটি ভালো হয়। সব শিল্পীই চান ভালো কাজ করতে। ওটিটির কাজে সেই সুযোগ আছে। এ কারণে আমারও আলাদা আগ্রহ আছে ওটিটির কাজে।’
মুক্তিযোদ্ধার পর অপূর্ব এবার ক্রাইম রিপোর্টার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ