ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মুক্তিযোদ্ধার ঘাড় মটকানোর হুমকি, সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট সময় : ০৩:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা ও থানায় অভিযোগ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে ঘাড় মটকানোর হুমকি দেওয়ার অভিযোগ এনে সোমবার রিটার্নিং কর্মকর্তা ও থানায় অভিযোগটি দায়ের করেন রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। তিনি কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত মঙ্গলবার রাতে ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল হকের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দিয়েছিলেন গোলাম মর্তুজা। তিনি ওই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সমালোচনা করেছিলেন। এরপর শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাটে এক নির্বাচনী সভায় ওই বীর মুক্তিযোদ্ধাকে সতর্ক করে বক্তব্য দেন নুরুজ্জামান আহমেদ। সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের ৩১ সেকেন্ডের একটি লাইভ ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওর একপর্যায়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সেদিন ভুল্যারহাটের মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ বাজে কথা বলেছে। তাকে সতর্ক করে দিচ্ছি, এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বল, তাহলে তোমার ঘাড় মটকে দেবো। তুমি এখনো লোক চেনো না।’ গোলাম মর্তুজা হানিফ বলেন, সমাজকল্যাণ মন্ত্রীর হুমিকিতে আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। যেকোনো সময়
হামলার আশঙ্কা রয়েছে। ঘাড় মটকে দেওয়ার হুমকির মাধ্যমে আমাকে প্রাণনাশের প্রকাশ্য হুমকি-ধামকি দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, ওই বিষয়ে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মুক্তিযোদ্ধার ঘাড় মটকানোর হুমকি, সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৩:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা ও থানায় অভিযোগ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে ঘাড় মটকানোর হুমকি দেওয়ার অভিযোগ এনে সোমবার রিটার্নিং কর্মকর্তা ও থানায় অভিযোগটি দায়ের করেন রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। তিনি কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত মঙ্গলবার রাতে ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল হকের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দিয়েছিলেন গোলাম মর্তুজা। তিনি ওই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সমালোচনা করেছিলেন। এরপর শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাটে এক নির্বাচনী সভায় ওই বীর মুক্তিযোদ্ধাকে সতর্ক করে বক্তব্য দেন নুরুজ্জামান আহমেদ। সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের ৩১ সেকেন্ডের একটি লাইভ ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওর একপর্যায়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সেদিন ভুল্যারহাটের মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ বাজে কথা বলেছে। তাকে সতর্ক করে দিচ্ছি, এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বল, তাহলে তোমার ঘাড় মটকে দেবো। তুমি এখনো লোক চেনো না।’ গোলাম মর্তুজা হানিফ বলেন, সমাজকল্যাণ মন্ত্রীর হুমিকিতে আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। যেকোনো সময়
হামলার আশঙ্কা রয়েছে। ঘাড় মটকে দেওয়ার হুমকির মাধ্যমে আমাকে প্রাণনাশের প্রকাশ্য হুমকি-ধামকি দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, ওই বিষয়ে লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।