ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

মীর স্নিগ্ধর স্ক্রিপ্ট কে লিখে দেন, জানতে চাইলেন শাওন

  • আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এটিকে অন্য দ্বারা লেখা একটি স্ক্রিপ্ট বলে মনে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

এক ফেসবুক পোস্টে শাওয়ান স্নিগ্ধ’র স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে শাওন বলেন, আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন প্লিজ।

এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল‍্যাট’ এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।

মূলত স্নিগ্ধ গতকাল এক বক্তব্যে আপোসহীন নেত্রী শেখ বলার পরে আপোসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যখ্যাই এই স্ট্যাটাস।

মীর স্নিগ্ধ লিখেছেন—‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম।

এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সব পরিবারের।
যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।’

তিনি নিজের পোস্টে আরো লেখেন, ‘যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যত দিন ফাঁসির দড়িতে না ঝুলছে, তত দিন শান্তি নেই।

শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যত দিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।

ওআ/আপ্র/১১/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মীর স্নিগ্ধর স্ক্রিপ্ট কে লিখে দেন, জানতে চাইলেন শাওন

আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এটিকে অন্য দ্বারা লেখা একটি স্ক্রিপ্ট বলে মনে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

এক ফেসবুক পোস্টে শাওয়ান স্নিগ্ধ’র স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে শাওন বলেন, আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন প্লিজ।

এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল‍্যাট’ এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।

মূলত স্নিগ্ধ গতকাল এক বক্তব্যে আপোসহীন নেত্রী শেখ বলার পরে আপোসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যখ্যাই এই স্ট্যাটাস।

মীর স্নিগ্ধ লিখেছেন—‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম।

এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সব পরিবারের।
যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।’

তিনি নিজের পোস্টে আরো লেখেন, ‘যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যত দিন ফাঁসির দড়িতে না ঝুলছে, তত দিন শান্তি নেই।

শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যত দিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।

ওআ/আপ্র/১১/১১/২০২৫