ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

মীরজাদী সেব্রিনা সিঙ্গাপুরে আইসিইউতে

  • আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :অধ্যাপক মীরজাদী সেব্রিনার শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ খবর জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা বেশ কিছুদিন ধরে পিত্তনালির সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের সময় কিছু জটিলতা হয়। এরপর তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর সংবাদমাধ্যমকে বলেন, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফ্লোরা আপার (মীরজাদী সেব্রিনা) চিকিৎসা চলছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। আমরা তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
২০২০ সালের করোনা মহামারির শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময় করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা। পরিস্থিতি যাই হোক প্রতিদিন দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে তিনি হাজির হতেন। দেশের মানুষ ঠিক ওই সময় টেলিভিশনের সামনে উপস্থিত হতেন। মহামারি পরিস্থিতি নিয়ে দেশবাসীকে নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন। সেই থেকে তাঁর নামটি বেশ পরিচিতি পায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মীরজাদী সেব্রিনা সিঙ্গাপুরে আইসিইউতে

আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক :অধ্যাপক মীরজাদী সেব্রিনার শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ খবর জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা বেশ কিছুদিন ধরে পিত্তনালির সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের সময় কিছু জটিলতা হয়। এরপর তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর সংবাদমাধ্যমকে বলেন, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফ্লোরা আপার (মীরজাদী সেব্রিনা) চিকিৎসা চলছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। আমরা তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
২০২০ সালের করোনা মহামারির শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময় করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা। পরিস্থিতি যাই হোক প্রতিদিন দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে তিনি হাজির হতেন। দেশের মানুষ ঠিক ওই সময় টেলিভিশনের সামনে উপস্থিত হতেন। মহামারি পরিস্থিতি নিয়ে দেশবাসীকে নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন। সেই থেকে তাঁর নামটি বেশ পরিচিতি পায়।