নিজস্ব প্রতিবেদক : মীনা বাজারের সব আউটলেট পালন করেছে কাস্টমার সেলিব্রেশন সপ্তাহ, কাস্টমার সেলিব্রেশন সপ্তাহের অংশ হিসেবে মীনা বাজার এই সাত দিন একদিকে নিয়মিত এবং সর্বোচ্চ গ্রাহকদের উপহারসহ কেনাকাটায় নানা অফার দেয়া হয়। কর্তৃপক্ষ বলছে, কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই আয়োজন। কর্তৃপক্ষ বলছে, ২০০২ সাল থেকে গ্রাহকদের জন্য উন্নত সেবা নিয়ে মীনা বাজার এগিয়ে চলছে। দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে মীনা বাজারের ওপর আস্থা রেখেছে তার গ্রাহকেরা। তাদের আস্থা এবং অবদানকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজন করা হয়েছে। এরই মধ্যে গল্প লেখা অফারও চলছে বলে জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। মীনা বাজারের কিছু অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করে অনেকে জিতে নেন আকর্ষণীয় সব পুরস্কার। মীনা বাজারের প্রধান নির্বাহী শাহীন খান বলেন, ‘মীনা বাজার সবসময় তার গ্রাহকদের পাশে আছে। এমনকি করোনা অতিমারির সময়ও আমাদের চেষ্টা ছিল গ্রাহকদের কাছে অল্প সময়ে তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া। গ্রাহকরাও মীনা বাজারের সেবা ও পণ্যের ওপর আস্থা রেখেছেন। আমরা সেই গ্রাহকদের সম্মানে এই সেলিব্রেশন সপ্তাহ পালন করছি।’