আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মানদালার কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
রয়টার্স জানায়, সামরিক বিমানটি রাজধানী নেইপিদো থেকে পিন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। এটি অবতরণের আগেই বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ৬ সেনাসদস্য এবং বেশ কয়েকজন বিমানটিতে অবস্থান করছিলেন। একটি মঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তারা।
দুর্ঘটনা থেকে পাইলট এবং এক যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাদের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
এ বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এপ্রিল মাস পর্যন্ত সাড়ে ৭০০ মানুষের মৃত্যু হয়েছে।
মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২
ট্যাগস :
মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত
জনপ্রিয় সংবাদ