ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

মিয়ানমারে বন্দি সব সাংবাদিকের মুক্তি চাইল জাতিসংঘ

  • আপডেট সময় : ১২:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মিয়ানমারে বন্দি সব সাংবাদিককে ‘অবিলম্বে’ মুক্তি দিতে শুক্রবার দেশটির সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে ১১ বছরের কারাদ- দেওয়ার পর সংস্থাটি এই আহ্বান জানালো। খবর এএফপির। জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে বলেন, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর বিভিন্ন হামলার ঘটনায় সঠিক ও স্বাধীন তথ্যের ওপর নির্ভর করা সমাজের বিশাল অংশ ক্ষুব্ধ।’
মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে (৩৭) ১১ বছরের কারাদ- দিয়েছে সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, অবৈধ হস্তক্ষেপ ও ভিন্নমতাবলম্বীদের আন্দোলনে উদ্বুদ্ধ করার অভিযোগ এনে শুক্রবার এই রায় দেওয়া হয়েছে। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর থেকেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। স্থানীয় নজরদারি সংস্থাগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারী। মিয়ানমারের গণমাধ্যমগুলোকে চাপের মধ্যে রাখা হয়েছে। অভ্যুত্থানের পর থেকে শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মিয়ানমারে বন্দি সব সাংবাদিকের মুক্তি চাইল জাতিসংঘ

আপডেট সময় : ১২:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : মিয়ানমারে বন্দি সব সাংবাদিককে ‘অবিলম্বে’ মুক্তি দিতে শুক্রবার দেশটির সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে ১১ বছরের কারাদ- দেওয়ার পর সংস্থাটি এই আহ্বান জানালো। খবর এএফপির। জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে বলেন, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর বিভিন্ন হামলার ঘটনায় সঠিক ও স্বাধীন তথ্যের ওপর নির্ভর করা সমাজের বিশাল অংশ ক্ষুব্ধ।’
মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে (৩৭) ১১ বছরের কারাদ- দিয়েছে সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত। অভিবাসন আইন লঙ্ঘন, অবৈধ হস্তক্ষেপ ও ভিন্নমতাবলম্বীদের আন্দোলনে উদ্বুদ্ধ করার অভিযোগ এনে শুক্রবার এই রায় দেওয়া হয়েছে। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপর থেকেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। স্থানীয় নজরদারি সংস্থাগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারী। মিয়ানমারের গণমাধ্যমগুলোকে চাপের মধ্যে রাখা হয়েছে। অভ্যুত্থানের পর থেকে শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।