ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মিয়ানমারের সাবেক জান্তাপ্রধান থান শোয়ে কোভিডে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান থান শোয়ে কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সাবেক এ জ্যেষ্ঠ জেনারেল ভিন্নমত দমন ও বিরোধীদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়ে প্রায় দুই দশক দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ক্ষমতায় ছিলেন; ২০১১ সালে বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও তার ইতিবাচক ভূমিকা ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর এক দশকের মাথায় শোয়ের উত্তরসূরী মিন অং হ্লাং ফের মিয়ানমারের ক্ষমতা কব্জা করেন। তার হাত ধরে সেনাবাহিনী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে শাসনভার নেয়।
৮৮ বছর বয়সী শোয়ে ও তার স্ত্রীকে কয়েকদিন আগে রাজধানীর থাইক চংয়ে সেনা মালিকানাধীন একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয় বলে অনামা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী।
সাবেক এ জান্তাপ্রধান ও তার স্ত্রীর দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং তারা অন্তত দুই সপ্তাহ হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন হাসপাতালের এক কর্মী।
হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য পায়নি রয়টার্স। ক্ষমতাসীন জান্তার স্বাস্থ্য বিষয়ক মুখপাত্রকে ফোন করা হলেও তিনি ধরেননি। রাজধানীর এক সরকারি কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে হাসপাতালে ভর্তি থান শোয়ের অবস্থা স্থিতিশীল বলে জানালেও তার দেহে কোভিড ধরা পড়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি।
অসংখ্য স্বাস্থ্য কর্মী জান্তাবিরোধী অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেওয়ায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মিয়ানমারকে হিমশিম খেতে হচ্ছে। যদিও সেনাবাহিনী এখন টিকাদানের গতি বাড়াতে চেষ্টা করছেন।
দেশটিতে এখন করোনাভাইরাসে প্রতিদিন গড়ে ৩০০ জন মারা যাচ্ছে বলে সরকারি হিসাবে দেখা যাচ্ছে; তবে এই সংখ্যাও কম বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মিয়ানমারের সাবেক জান্তাপ্রধান থান শোয়ে কোভিডে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান থান শোয়ে কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সাবেক এ জ্যেষ্ঠ জেনারেল ভিন্নমত দমন ও বিরোধীদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়ে প্রায় দুই দশক দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ক্ষমতায় ছিলেন; ২০১১ সালে বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও তার ইতিবাচক ভূমিকা ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর এক দশকের মাথায় শোয়ের উত্তরসূরী মিন অং হ্লাং ফের মিয়ানমারের ক্ষমতা কব্জা করেন। তার হাত ধরে সেনাবাহিনী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে শাসনভার নেয়।
৮৮ বছর বয়সী শোয়ে ও তার স্ত্রীকে কয়েকদিন আগে রাজধানীর থাইক চংয়ে সেনা মালিকানাধীন একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয় বলে অনামা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতী।
সাবেক এ জান্তাপ্রধান ও তার স্ত্রীর দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং তারা অন্তত দুই সপ্তাহ হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন হাসপাতালের এক কর্মী।
হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য পায়নি রয়টার্স। ক্ষমতাসীন জান্তার স্বাস্থ্য বিষয়ক মুখপাত্রকে ফোন করা হলেও তিনি ধরেননি। রাজধানীর এক সরকারি কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে হাসপাতালে ভর্তি থান শোয়ের অবস্থা স্থিতিশীল বলে জানালেও তার দেহে কোভিড ধরা পড়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি।
অসংখ্য স্বাস্থ্য কর্মী জান্তাবিরোধী অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেওয়ায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মিয়ানমারকে হিমশিম খেতে হচ্ছে। যদিও সেনাবাহিনী এখন টিকাদানের গতি বাড়াতে চেষ্টা করছেন।
দেশটিতে এখন করোনাভাইরাসে প্রতিদিন গড়ে ৩০০ জন মারা যাচ্ছে বলে সরকারি হিসাবে দেখা যাচ্ছে; তবে এই সংখ্যাও কম বলে বিশেষজ্ঞরা মনে করছেন।