ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

মিয়ানমারের গোলা মেনে নেওয়া যায় না: জাপা

  • আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে নিক্ষিপ্ত গোলায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জি এম কাদের গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, “অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমারের সেনাদের গোলাবর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না। নিপীড়িত রোহিঙ্গাদের উপর এই হামলা ক্ষমার অযোগ্য।”
রোহিঙ্গা সঙ্কট সমাধান না হওয়ার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই।”
গত শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা গোলা ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও কোণাপাড়া সীমান্তের শূন্যরেখায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের ভেতর পড়ে; এতে একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যের রাখাইনদের সংগঠন আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের মধ্যে এর আগেও সীমান্তে গোলা পড়েছিল। তবে তা বিস্ফোরিত হয়নি। এরপর বেশ কয়েকবার মিয়ানমারের যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে এমন অভিযোগও ওঠে। সীমান্তের বাসিন্দারা নিয়মিতই গোলাগুলির শব্দ পাচ্ছিলেন; এতে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়দের ভাষ্য।
মিয়ানমার বিষয়ক সংবাদ মাধ্যম জানাচ্ছে, রাখাইনদের সংগঠন আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনী বোমাবর্ষণ করে। মিয়ানমার সরকারের উদ্দেশে জাতীয় পার্টি চেয়ারম্যান বিবৃতিতে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করতে হবে। বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বানও জানান কাদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মিয়ানমারের গোলা মেনে নেওয়া যায় না: জাপা

আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে নিক্ষিপ্ত গোলায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জি এম কাদের গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, “অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমারের সেনাদের গোলাবর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না। নিপীড়িত রোহিঙ্গাদের উপর এই হামলা ক্ষমার অযোগ্য।”
রোহিঙ্গা সঙ্কট সমাধান না হওয়ার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই।”
গত শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা গোলা ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও কোণাপাড়া সীমান্তের শূন্যরেখায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের ভেতর পড়ে; এতে একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যের রাখাইনদের সংগঠন আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের মধ্যে এর আগেও সীমান্তে গোলা পড়েছিল। তবে তা বিস্ফোরিত হয়নি। এরপর বেশ কয়েকবার মিয়ানমারের যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে এমন অভিযোগও ওঠে। সীমান্তের বাসিন্দারা নিয়মিতই গোলাগুলির শব্দ পাচ্ছিলেন; এতে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়দের ভাষ্য।
মিয়ানমার বিষয়ক সংবাদ মাধ্যম জানাচ্ছে, রাখাইনদের সংগঠন আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের সেনাবাহিনী বোমাবর্ষণ করে। মিয়ানমার সরকারের উদ্দেশে জাতীয় পার্টি চেয়ারম্যান বিবৃতিতে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করতে হবে। বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বানও জানান কাদের।