ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মিশা-সাবিলার ‘সাহারা মরুভূমি’

  • আপডেট সময় : ০২:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পারুল একজন প্রবাসী শ্রমিক। সৌদি প্রবাসী পারুল সেখানে একটি হসপিটালে নার্সের কাজ করেন। দেশে রেখে যাওয়া অসুস্থ মায়ের অপারেশন করাতে টাকা পয়সা নিয়ে একদিন সকালে ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই একজন মধ্যবয়স্ক লোককে কাঁদতে দেখেন। জিজ্ঞেস করতেই উনি বলেন, ‘একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁড়া যাইতাছে বইন।’ ভদ্রলোকের পরিচয় দেয়া নিজেকে তাজুল মিয়া বলে। থাকেও পারুলের বাড়ির দিকেই। কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে পারুল মনে জোর পায়। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন।
ফার্মগেটে বাস পরিবর্তন। পারুলের ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না।’ এরপর নাটকের মোড় ঘুরে যায় অন্য দিকে। ঘটে রুদ্ধশ্বাস এক ঘটনা। শেষ পর্যন্ত কী হয় পারুলের? সে কি কোনো দুষ্টুচক্রের শিকার হয়, নাকি জয় হয় মানবিকতার? জানতে হলে দেখতে হবে টেলিছবি ‘সাহারা মরুভূমি’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ও সাবিলা নূর। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিছবিটি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মিশা-সাবিলার ‘সাহারা মরুভূমি’

আপডেট সময় : ০২:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: পারুল একজন প্রবাসী শ্রমিক। সৌদি প্রবাসী পারুল সেখানে একটি হসপিটালে নার্সের কাজ করেন। দেশে রেখে যাওয়া অসুস্থ মায়ের অপারেশন করাতে টাকা পয়সা নিয়ে একদিন সকালে ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই একজন মধ্যবয়স্ক লোককে কাঁদতে দেখেন। জিজ্ঞেস করতেই উনি বলেন, ‘একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁড়া যাইতাছে বইন।’ ভদ্রলোকের পরিচয় দেয়া নিজেকে তাজুল মিয়া বলে। থাকেও পারুলের বাড়ির দিকেই। কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে পারুল মনে জোর পায়। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন।
ফার্মগেটে বাস পরিবর্তন। পারুলের ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না।’ এরপর নাটকের মোড় ঘুরে যায় অন্য দিকে। ঘটে রুদ্ধশ্বাস এক ঘটনা। শেষ পর্যন্ত কী হয় পারুলের? সে কি কোনো দুষ্টুচক্রের শিকার হয়, নাকি জয় হয় মানবিকতার? জানতে হলে দেখতে হবে টেলিছবি ‘সাহারা মরুভূমি’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ও সাবিলা নূর। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিছবিটি।