প্রত্যাশা ডেস্ক : আফ্রিকা মহাদেশের দেশ মিশরের ইতিহাসে প্রথমবার নারী মেট্রো ট্রেন চালক হিসেবে নিয়োগ পেয়েছেন ৩০ বছর বয়সী হিন্দ ওমর। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আরব নিউজ।
ব্যবসায় স্নাতক ডিগ্রিধারী এবং দুই সন্তানের মা হিন্দ ওমর বলেন, তিনি মেট্রো ট্রেনের চালক হওয়ার জন্য আবেদন করেছিলেন। কারণ দেশটিতে মাত্র ১৪ দশমিক ৩ শতাংশ নারী আনুষ্ঠানিক কর্মসংস্থানের সঙ্গে জড়িত। একারণে তিনি বাকি নারীদের কাছে দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছেন। তিনি আরও বলেন, শুরুতে তার বাবা-মা ট্রেনের চালক হওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু পরে তারা সমর্থন দেন। এছাড়া, শুরু থেকেই তার স্বামী তার পাশে ছিলেন বলে জানান তিনি। তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, শুধুমাত্র দিনের বেলায় তাকে ট্রেন চালাতে হবে। আর তার নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে আরও বহু নারী ট্রেনের চালক হিসেবে কাজ করার স্বপ্ন তৈরি হবে। ১৯৫৬ সাল থেকে মিশরের নারীদের ভোটাধিকার ও কাজের সুযোগ থাকলেও পিতৃতান্ত্রিক শাসনব্যবস্থা এবং পুরুষতান্ত্রিক সমাজের কারণে নারীদের ব্যক্তিগত অধিকার খুবই সীমিত। কায়রো মেট্রোতে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা রয়েছে। যেসব নারীরা পুরুষ সঙ্গী ছাড়া ভ্রমণ করতে চান, তাদেরকে যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতেই এ ব্যবস্থা। আরব বিশ্বের মধ্যে সবার আগে ১৯৮৭ সালে কায়রোতে মেট্রো রেল চলাচল শুরু হয়। কিন্তু অন্যান্য আরব দেশগুলো নারীদের ট্রেনের চালক নিয়োগ দিলেও এতদিন তা থেকে বিরত ছিল মিসর। ১৯৯৯ সালে আফ্রিকা এবং আরব বিশ্বের মধ্যে প্রথম নারী ট্রেন চালক ছিলেন মরক্কোর সায়দা আবাদ।
মিশরে প্রথমবার নারী মেট্রো ট্রেন চালক নিয়োগ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ