ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টিকে রইল আর্জেন্টিনা

  • আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে ছিটকে পড়ার শঙ্কায় ছিল আর্জেন্টিনা। তবে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মিশরের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে প্রতিযোগিতায় টিকে রইল মেসিদের জুনিয়ররা। নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে এক পয়েন্ট পাওয়া মিশর আর্জেন্টিনার বিপক্ষেও ড্র করার জন্যই হয়তো মাঠে নেমেছিল। আর তাই তাদের রক্ষাণাত্মক ভঙ্গিতেই খেলতে যায়। অন্যদিকে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা দল। সেই লক্ষ্যে পর এক অতর্কিত আক্রমণও করে। কিন্তু প্রথমার্ধে মিশরের রক্ষণ ভাঙ্গতে ব্যর্থ তারা। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই গোলের দেখা পেয়েছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের জুনিয়ররা। ম্যাচের ৫২তম মিনিটে মেডিনার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ল্যাটিন আমেরিকার এই দলটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টিকে রইল আর্জেন্টিনা

আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে ছিটকে পড়ার শঙ্কায় ছিল আর্জেন্টিনা। তবে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মিশরের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে প্রতিযোগিতায় টিকে রইল মেসিদের জুনিয়ররা। নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে এক পয়েন্ট পাওয়া মিশর আর্জেন্টিনার বিপক্ষেও ড্র করার জন্যই হয়তো মাঠে নেমেছিল। আর তাই তাদের রক্ষাণাত্মক ভঙ্গিতেই খেলতে যায়। অন্যদিকে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা দল। সেই লক্ষ্যে পর এক অতর্কিত আক্রমণও করে। কিন্তু প্রথমার্ধে মিশরের রক্ষণ ভাঙ্গতে ব্যর্থ তারা। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই গোলের দেখা পেয়েছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের জুনিয়ররা। ম্যাচের ৫২তম মিনিটে মেডিনার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ল্যাটিন আমেরিকার এই দলটি।