ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মির্জা ফখরুলের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতারা

  • আপডেট সময় : ০১:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গতকাল রোববার বিকাল ৪টার দিকে রাজধানীর উত্তরায় মির্জা ফখরুলের বাসভবনে যান মঞ্চের সিনিয়র নেতারা। এসময় তাদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার গণতন্ত্র মঞ্চের নেতারা মহাসচিবের স্ত্রীকে সহমর্মিতা জানানোর জন্য তার বাসায় যান। সেখানে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, শহিদুল্লাহ কায়সার, রাশেদ খান। এছাড়া বিকালে ১১টি রাজনৈতিক দলের নেতারাও মির্জা ফখরুলের বাসায় যান বলে জানান শায়রুল কবির খান। সেখানে মোস্তফা জামাল হায়দার, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেশ কিছু দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করে বিএনপি। এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর রাজধানীতে নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে গত ৭ ডিসেম্বর মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার দেখানো হয়। পরে ১০ ডিসেম্বর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ হয়। মির্জা ফখরুলকে বর্তমানে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতারা

আপডেট সময় : ০১:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। গতকাল রোববার বিকাল ৪টার দিকে রাজধানীর উত্তরায় মির্জা ফখরুলের বাসভবনে যান মঞ্চের সিনিয়র নেতারা। এসময় তাদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার গণতন্ত্র মঞ্চের নেতারা মহাসচিবের স্ত্রীকে সহমর্মিতা জানানোর জন্য তার বাসায় যান। সেখানে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, শহিদুল্লাহ কায়সার, রাশেদ খান। এছাড়া বিকালে ১১টি রাজনৈতিক দলের নেতারাও মির্জা ফখরুলের বাসায় যান বলে জানান শায়রুল কবির খান। সেখানে মোস্তফা জামাল হায়দার, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেশ কিছু দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করে বিএনপি। এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর রাজধানীতে নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে গত ৭ ডিসেম্বর মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার দেখানো হয়। পরে ১০ ডিসেম্বর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ হয়। মির্জা ফখরুলকে বর্তমানে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।