ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

মিরপুর মিল্লাত ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ ২৬ কারবারি আটক

  • আপডেট সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১১ নম্বর সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ ২৬ জনকে আটক করা হয়েছে। এসময় অভিযুক্তদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর-১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ অভিযান (র‌্যাব এবং পুলিশ সদস্যসহ) পরিচালনা করে। অভিযানে মো. হাফিজ, মো. রাব্বী গাজী, মো. করিম, রাজিয়া বেগম, মোছা. বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ মোট ২৬ জনকে আটক করা হয়। উল্লেখ্য, পল্লবী থানায় আটকদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য শীর্ষ মাদক কারবারিদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মিরপুর মিল্লাত ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ ২৬ কারবারি আটক

আপডেট সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১১ নম্বর সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ ২৬ জনকে আটক করা হয়েছে। এসময় অভিযুক্তদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর-১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ অভিযান (র‌্যাব এবং পুলিশ সদস্যসহ) পরিচালনা করে। অভিযানে মো. হাফিজ, মো. রাব্বী গাজী, মো. করিম, রাজিয়া বেগম, মোছা. বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ মোট ২৬ জনকে আটক করা হয়। উল্লেখ্য, পল্লবী থানায় আটকদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য শীর্ষ মাদক কারবারিদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

আজকের প্রত্যাশা/কেএমএএ