নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মিলন (২৩) নামের ওই যুবককে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ছোট দিয়াবাড়ী এলাকার আনোয়ারুলের ছেলে মিলন পেশায় পোশাক শ্রমিক ছিলেন।
নিহত মিলনের বন্ধু মো. আলীর বরাতে এসআই মাসুদ বলেন, কে বা কারা মিলনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।