ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

মিমি, নুসরাত, নারগিস ফাখরিও ছিলেন সেই বিয়ের আসরে

  • আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ‘ওয়ার্ক পারমিট’ বাতিল হওয়ার পরও সানি লিওনির ঢাকা আসার খবরে নজর ছিল সবার; কিন্তু আরও কয়েকজন তারকা উড়ে এসে একই বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরে গেছেন সবার অলক্ষ্যেই। তাদের মধ্যে মধ্যে ছিলেন ভারতীয় পার্লামেন্টের সদস্য টালিগঞ্জের দুই তারকা, মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান, নুসরাতের স্বামী যশ দাশগুপ্ত, বলিউড তারকা নারগিস ফাখরি। এমনকি রোমানিয়ার বিখ্যাত সংগীত দল আমাদিউস ইলেক্ট্রিক কোয়াট্রেটও বাজিয়ে গেছে ওই বিয়ের আসরে। গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নীর মেয়ে নাজিশ আরমানের বিবাহোত্তর সংবর্ধনায় অতিথি হয়ে এসেছিলেন সবাই। ঢাকার তিনশ ফুট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে বসেছিল ওই তারার মেলা। গানবাংলা টেলিভিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সানি লিওনি, তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, শিল্পী শেফালি জারিওয়ালা ও মিমি চক্রবর্তী রোববার সকাল সাড়ে ৮টার ফ্লাইটে ভারতে ফিরে গেছেন। “নাগরিস ফাখরি, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত, কৈলাশ খেরসহ আরও কয়েকজন অতিথি আজই ফিরে যাবেন।” দুই বান্ধবী মিমি ও নুসরাত ঢাকায় নামেন শনিবার দুপুরে। ঢাকায় পৌঁছানোর আগে কলকাতা বিমানবন্দরে তোলা একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুখে মাস্ক পরিহিত অবস্থায় তোলা দুটি ছবি ফেইসবুকে দেন মিমি।
আর বিকাল সাড়ে ৩টায় স্বামীকে নিয়ে ঢাকায় নেমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেন সানি লিওনি। নারগির ফাখরি ঢাকায় নামেন বিকাল ৪টার পরে। রাতে তারা সবাই হাজির হন তাপস-মুন্নী দম্পতির মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায়। জমকালো সেই আয়োজনের বেশ কিছু ছবি ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের প্রযোজনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, সানি লিওনি, মিমি, নুসরাতদের। বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনে বাংলা গান ‘দুষ্টু পোলাপান’ এর সঙ্গে নেচেছেন সানি লিওনিকে। ঢাকার বেশ কয়েকজন শিল্পী এবং আমন্ত্রিত অতিথিদের অনেকেই সানির সঙ্গে যোগ দেন সেই নাচে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে এস আই টুটুল, প্রতীক হাসান, শিল্পী ঐশী, কোনাল, তাসনিম আনিকাসহ আরও কয়েকজনকে দেখা গেছে সোশাল মিডিয়ায় আসা ছবিতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মিমি, নুসরাত, নারগিস ফাখরিও ছিলেন সেই বিয়ের আসরে

আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২

বিনোদন প্রতিবেদক : ‘ওয়ার্ক পারমিট’ বাতিল হওয়ার পরও সানি লিওনির ঢাকা আসার খবরে নজর ছিল সবার; কিন্তু আরও কয়েকজন তারকা উড়ে এসে একই বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরে গেছেন সবার অলক্ষ্যেই। তাদের মধ্যে মধ্যে ছিলেন ভারতীয় পার্লামেন্টের সদস্য টালিগঞ্জের দুই তারকা, মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান, নুসরাতের স্বামী যশ দাশগুপ্ত, বলিউড তারকা নারগিস ফাখরি। এমনকি রোমানিয়ার বিখ্যাত সংগীত দল আমাদিউস ইলেক্ট্রিক কোয়াট্রেটও বাজিয়ে গেছে ওই বিয়ের আসরে। গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নীর মেয়ে নাজিশ আরমানের বিবাহোত্তর সংবর্ধনায় অতিথি হয়ে এসেছিলেন সবাই। ঢাকার তিনশ ফুট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে বসেছিল ওই তারার মেলা। গানবাংলা টেলিভিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সানি লিওনি, তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, শিল্পী শেফালি জারিওয়ালা ও মিমি চক্রবর্তী রোববার সকাল সাড়ে ৮টার ফ্লাইটে ভারতে ফিরে গেছেন। “নাগরিস ফাখরি, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত, কৈলাশ খেরসহ আরও কয়েকজন অতিথি আজই ফিরে যাবেন।” দুই বান্ধবী মিমি ও নুসরাত ঢাকায় নামেন শনিবার দুপুরে। ঢাকায় পৌঁছানোর আগে কলকাতা বিমানবন্দরে তোলা একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুখে মাস্ক পরিহিত অবস্থায় তোলা দুটি ছবি ফেইসবুকে দেন মিমি।
আর বিকাল সাড়ে ৩টায় স্বামীকে নিয়ে ঢাকায় নেমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেন সানি লিওনি। নারগির ফাখরি ঢাকায় নামেন বিকাল ৪টার পরে। রাতে তারা সবাই হাজির হন তাপস-মুন্নী দম্পতির মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায়। জমকালো সেই আয়োজনের বেশ কিছু ছবি ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের প্রযোজনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, সানি লিওনি, মিমি, নুসরাতদের। বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনে বাংলা গান ‘দুষ্টু পোলাপান’ এর সঙ্গে নেচেছেন সানি লিওনিকে। ঢাকার বেশ কয়েকজন শিল্পী এবং আমন্ত্রিত অতিথিদের অনেকেই সানির সঙ্গে যোগ দেন সেই নাচে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে এস আই টুটুল, প্রতীক হাসান, শিল্পী ঐশী, কোনাল, তাসনিম আনিকাসহ আরও কয়েকজনকে দেখা গেছে সোশাল মিডিয়ায় আসা ছবিতে।