নিজস্ব প্রতিবেদক : নির্দিষ্ট পরিমাণ ইলেক্ট্রনিক পণ্য কিনলে গ্রাহকদের ‘হেল্প কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে মিনিস্টার গ্রুপ। বছরের প্রথম দিন রোববার গ্রুপের প্রধান কার্যালয়ে এ কার্ডের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এই কার্ডধারী ক্রেতারা বিভিন্ন বীমা সুবিধা, হেলথ কেয়ার, হোটেল অ্যান্ট ট্যুরিজম, রেস্টুরেন্ট, রিটেইলে ডিস্কাউন্টসহ বিশেষ সুযোগ পাবেন। অতীতে নির্দিষ্ট অংকের পণ্য ক্রেতাদেরও এই কার্ড দেওয়া হবে। গোল্ড ও সিলভার দুই ধরনের কার্ডের মাধ্যমে ক্রেতারা বিভিন্ন সুবিধা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠাবে মিনিস্টার গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুলসহ প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিনিস্টার গ্রুপের গ্রাহকরা পাচ্ছেন ‘হেল্প কার্ড’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ