ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মিঠাপুকুরে সমবায় দিবস পালিত

  • আপডেট সময় : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ছবি: আজকের প্রত্যাশা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায় শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫-এর আয়োজনে করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর, মিঠাপুকুর, রংপুর। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ও উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ মাহফুজা বেগম।

উপজেলা হলরুমে অনুষ্ঠিতআলোচনা সভায় উপজেলা প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ মাহফুজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, সমবায়ী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া বক্তব্য রাখেন মোঃ আজিজার রহমান, সভাপতি, মিঠাপুকুর কালীগঞ্জপাড়া আইএপিপি কৃষি সমবায় সমিতি লি:; মোঃ জহুরুল হক, সম্পাদক, শঠিবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড; মোঃ আব্দুল হামিদ মিয়া, সভাপতি, লস্করপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও মোঃ আঃ কুদ্দুস হোসাইন সাধারণ সম্পাদক উত্তর বাংলা ভোগ্যপণ্য সমবায় সমিতি লি.।

বক্তারা সমবায়ের সুবিধা ও বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, সমবায় ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তারা সরকারি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মিঠাপুকুরে সমবায় দিবস পালিত

আপডেট সময় : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায় শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫-এর আয়োজনে করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর, মিঠাপুকুর, রংপুর। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ও উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ মাহফুজা বেগম।

উপজেলা হলরুমে অনুষ্ঠিতআলোচনা সভায় উপজেলা প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ মাহফুজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, সমবায়ী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া বক্তব্য রাখেন মোঃ আজিজার রহমান, সভাপতি, মিঠাপুকুর কালীগঞ্জপাড়া আইএপিপি কৃষি সমবায় সমিতি লি:; মোঃ জহুরুল হক, সম্পাদক, শঠিবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড; মোঃ আব্দুল হামিদ মিয়া, সভাপতি, লস্করপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও মোঃ আঃ কুদ্দুস হোসাইন সাধারণ সম্পাদক উত্তর বাংলা ভোগ্যপণ্য সমবায় সমিতি লি.।

বক্তারা সমবায়ের সুবিধা ও বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, সমবায় ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তারা সরকারি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

আজকের প্রত্যাশা/কেএমএএ