ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

মিচেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

  • আপডেট সময় : ১১:১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই দিন এগিয়ে ছিল শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিয়ে ফেলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে লিড পায় প্রথম ইনিংসে। জবাব দিতে নেমে শেষ সেশনে ব্লের টিকনারের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৩ উইকেটে ৮৩ রান নিয়ে শেষ করে তৃতীয় দিন, লিড ৬৫ রানের। ৫ উইকেটে ১৬২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। আগের দিন অপরাজিত থাকা মাইকেল ব্রেসওয়েলের সঙ্গ অল্প সময়ের জন্যই পেয়েছেন মিচেল। টিম সাউদিও বেশিক্ষণ টিকতে পারেননি। ম্যাট হেনরিকে নিয়ে এরপর ৫৬ রানের জুটি গড়েন তিনি। মাঝপথে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তাতে বিপর্যয় থেকে রক্ষা পায় কিউইরা। মিচেল ১০২ রানে থামলেও ঝড়ো গতিতে রান তুলতে থাকেন হেনরি। নবম উইকেটে ৬৯ রান যোগ করেন নিল ওয়াগনারের সঙ্গে। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হওয়ার আগে ৭৫ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭২ রান আসে এই ডানহাতির ব্যাট থেকে। ওয়াগনার শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৩৭৩ জমা করে নিউজিল্যান্ড। যা শ্রীলঙ্কার করা প্রথম ইনিংসে ৩৫৫ রানের চেয়ে ১৮ রান বেশি। ব্যাটিংয়ের মতো বোলিংয়ে দিনটা নিজের করে নেয় কিউইরা। বিশেষ করে টিকনার। একাই তুলে নেন তিন উইকেট। লঙ্কানদের হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস ২০ ও প্রভাত জয়সুরিয়া ২ রানে ব্যাট করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিচেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

আপডেট সময় : ১১:১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই দিন এগিয়ে ছিল শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিয়ে ফেলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে লিড পায় প্রথম ইনিংসে। জবাব দিতে নেমে শেষ সেশনে ব্লের টিকনারের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৩ উইকেটে ৮৩ রান নিয়ে শেষ করে তৃতীয় দিন, লিড ৬৫ রানের। ৫ উইকেটে ১৬২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। আগের দিন অপরাজিত থাকা মাইকেল ব্রেসওয়েলের সঙ্গ অল্প সময়ের জন্যই পেয়েছেন মিচেল। টিম সাউদিও বেশিক্ষণ টিকতে পারেননি। ম্যাট হেনরিকে নিয়ে এরপর ৫৬ রানের জুটি গড়েন তিনি। মাঝপথে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তাতে বিপর্যয় থেকে রক্ষা পায় কিউইরা। মিচেল ১০২ রানে থামলেও ঝড়ো গতিতে রান তুলতে থাকেন হেনরি। নবম উইকেটে ৬৯ রান যোগ করেন নিল ওয়াগনারের সঙ্গে। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হওয়ার আগে ৭৫ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭২ রান আসে এই ডানহাতির ব্যাট থেকে। ওয়াগনার শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৩৭৩ জমা করে নিউজিল্যান্ড। যা শ্রীলঙ্কার করা প্রথম ইনিংসে ৩৫৫ রানের চেয়ে ১৮ রান বেশি। ব্যাটিংয়ের মতো বোলিংয়ে দিনটা নিজের করে নেয় কিউইরা। বিশেষ করে টিকনার। একাই তুলে নেন তিন উইকেট। লঙ্কানদের হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস ২০ ও প্রভাত জয়সুরিয়া ২ রানে ব্যাট করছেন।