বিনোদন ডেস্ক : নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পর এবার মা হচ্ছেন বলে খবর দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার রাতে মা মাহি এই খবর নিজের ফেইসবুক একাউন্টে দেওয়ার পর ভাসছেন শুভেচ্ছা বার্তায়। মাহি লিখেছেন, “আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছিনা। প্রচ- আদর যতেœ দিনগুলো কেটে যাচ্ছে। “কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।” মাহির এই ফেইসবুক একাউন্টটি ভেরিফায়েড নয়, তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগও করা যায়নি। তবে ওই পোস্টের নিচে অভিনন্দন জানিয়ে নিজের ভেরিফায়েড একাউন্ট থেকে মন্তব্য করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তারসহ অনেকে। নিপুণ লিখেছেন- ‘অভিনন্দন’।


























