ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ২

  • আপডেট সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম চরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাজিব রাজু (৩০) ও একই ইউনিয়নের চর বালুয়া গ্রামের নুর নবীর ছেলে রাসেদ (৩৫)। মামলার এজাহারের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্টগ্রামে থাকেন। তিনি পেশায় একজন কাভার্ডভ্যানচালক। ওই নারী উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরের নিজ বাড়িতে তার এক ডিভোর্সি মেয়েকে নিয়ে একা থাকতেন। মাঝে মাঝে তার দূর সম্পর্কের এক দেবর তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তাদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। গত ২১ অক্টোবর রাতে ছয়জন যুবক তাদের বাড়িতে আসেন। পরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করেন। যাওয়ার সময় ঘর থেকে তারা নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। পরে ২৭ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরের দিন ভুক্তভোগী নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ২

আপডেট সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম চরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাজিব রাজু (৩০) ও একই ইউনিয়নের চর বালুয়া গ্রামের নুর নবীর ছেলে রাসেদ (৩৫)। মামলার এজাহারের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্টগ্রামে থাকেন। তিনি পেশায় একজন কাভার্ডভ্যানচালক। ওই নারী উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরের নিজ বাড়িতে তার এক ডিভোর্সি মেয়েকে নিয়ে একা থাকতেন। মাঝে মাঝে তার দূর সম্পর্কের এক দেবর তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তাদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। গত ২১ অক্টোবর রাতে ছয়জন যুবক তাদের বাড়িতে আসেন। পরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করেন। যাওয়ার সময় ঘর থেকে তারা নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। পরে ২৭ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরের দিন ভুক্তভোগী নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।