ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মা আমার মা

  • আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • ৬৩৯ বার পড়া হয়েছে

সুলতানা রহমান
===========
মাকে নিয়ে লেখার সাধ্য কার!
মায়ের মতো কে বা আছে আর?

মা যেনো এক স্বর্গের ঘর
সন্তান তার চাবি
মায়ের কাছে রাখতো পারো
একশো একটা দাবি।

করবে না মা চাকরি বাকরি
তবু দাবি পূরণে সফল
শত কষ্টেও মুখখানি তার
সদা হাস্যোজ্জ্বল।

ভালো কিছু খাবে না মা
সন্তানের থালা ভরা
মায়ের পাত আর হাঁড়ির নিচে
বারো মাসের খরা।

শিল্পী হয়নি মা কোনোদিন
ঘুম পাড়ানির গানে
তবু ঘুম কোথা থেকে আসে
মায়ের সুরের টানে।

কী সুন্দর গাইতো মাগো
দোলনা ঠেলে ঠেলে
ঘুমটি আমার ভেঙে যেতো
সেই সুর থেমে গেলে।

মা যে আমার দিনের শুরু
রাত দুপুরের গান
হাজার জ¦ালায় মায়ের মুখটা
হয়নি তো কভু ম্লান।
মা যেনো সবার এক ফালি চাঁদ
সব ঘরেতেই ছিল।
কিছু ঘর ছেড়ে কিছু মা
কোথায় যে লুকালো!

হাজার বার মায়ের সাথে
করতো যারা নালিশ
সেই বাছারা আজকে বুঝি
কেঁদেই ভেজায় বালিশ!

মা যে আমার নিরব দুখে
অশ্রু ফেলে কাঁদে
কোনদিনও কঠিন হয় না
কোনও প্রতিবাদে।

মা নেই আজকে যাদের
তারাই কেবল বোঝে
সাঁঝ আকাশের তারার মাঝে
মাকে শুধুই খোঁজে!

ধন্য আমি পূর্ণ আমি
আমার আছে মা
মায়ের সাথে কারোরই যে
হয় না তুলনা;
আমার আছে মা।।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মা আমার মা

আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

সুলতানা রহমান
===========
মাকে নিয়ে লেখার সাধ্য কার!
মায়ের মতো কে বা আছে আর?

মা যেনো এক স্বর্গের ঘর
সন্তান তার চাবি
মায়ের কাছে রাখতো পারো
একশো একটা দাবি।

করবে না মা চাকরি বাকরি
তবু দাবি পূরণে সফল
শত কষ্টেও মুখখানি তার
সদা হাস্যোজ্জ্বল।

ভালো কিছু খাবে না মা
সন্তানের থালা ভরা
মায়ের পাত আর হাঁড়ির নিচে
বারো মাসের খরা।

শিল্পী হয়নি মা কোনোদিন
ঘুম পাড়ানির গানে
তবু ঘুম কোথা থেকে আসে
মায়ের সুরের টানে।

কী সুন্দর গাইতো মাগো
দোলনা ঠেলে ঠেলে
ঘুমটি আমার ভেঙে যেতো
সেই সুর থেমে গেলে।

মা যে আমার দিনের শুরু
রাত দুপুরের গান
হাজার জ¦ালায় মায়ের মুখটা
হয়নি তো কভু ম্লান।
মা যেনো সবার এক ফালি চাঁদ
সব ঘরেতেই ছিল।
কিছু ঘর ছেড়ে কিছু মা
কোথায় যে লুকালো!

হাজার বার মায়ের সাথে
করতো যারা নালিশ
সেই বাছারা আজকে বুঝি
কেঁদেই ভেজায় বালিশ!

মা যে আমার নিরব দুখে
অশ্রু ফেলে কাঁদে
কোনদিনও কঠিন হয় না
কোনও প্রতিবাদে।

মা নেই আজকে যাদের
তারাই কেবল বোঝে
সাঁঝ আকাশের তারার মাঝে
মাকে শুধুই খোঁজে!

ধন্য আমি পূর্ণ আমি
আমার আছে মা
মায়ের সাথে কারোরই যে
হয় না তুলনা;
আমার আছে মা।।