বিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে পরিচিতি গায়ক মাহতিম সাকিবের। এরপর এসেছে বেশ কয়েকটি গান। তবে পড়াশোনা নিয়ে আপাতত ব্যস্ত এ শিল্পী। তাই বেশ কয়েকদিন পর এলো তার নতুন গান। নাম- ‘ভাবতে পারছি না’। এর কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়। এ প্রসঙ্গে প্রসেনজিৎ ওঝা বলেন, ‘মাহতিম সাকিব এখন খুব ভালো গান করছেন। তাই তাকে নিয়ে এটি করলাম। গানটি ভালো লাগলে আমাদের সৃষ্টিগুলো শান্তি পাবে। আমাদের প্রত্যাশা এটি সবার গ্রহণযোগ্যতা অর্জন করবে।’ মাহতিম সাকিব বলেন, ‘গানটির কথাগুলো খুব ভালো লেগেছে। উপযুক্ত সুর ও সংগীতের মিশেলে আরও রঙিন হয়েছে। আশা করি, শ্রোতাদের বেশ ভালো লাগবে।’ গত ২৫ আগস্ট গানটি অবমুক্ত হয়েছে ইউটিউব চ্যানেলে। এর ভিডিও নির্মাণ করেছে প্রোটিউন টিম। এতে অভিনয়ও করেছেন সাকিব। সঙ্গে আছেন আলভী মামুন ও ফাইরোজ। প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেল ‘স্টুডিও প্রোটিউনবিডি’ থেকে প্রকাশ পেয়েছে ভিডিওটি। ইতোমধ্যে এটি বেশ প্রশংসা পেয়েছে।