প্রযুক্তি ডেস্ক : আইওএসের নতুন সংস্করণ ১৫.৪ -এ মুখে মাস্ক বা চশমা পরেও আইফোন আনলক করা যায়। এত দিন মুখে মাস্ক বা চোখে চশমা থাকলে ফেস আইডি ব্যবহারকারীদের চিনতে পারত না আইফোনের চেহারা শনাক্তকরণ প্রযুক্তি। ফলে আইফোন চালুর জন্য বাধ্য হয়ে ফেস আইডি ব্যবহারকারীদের মাস্ক বা চশমা খুলতে হতো।
মুখে মাস্ক বা চশমা পরে আইফোন চালুর জন্য আইওএসের নতুন সংস্করণ ইনস্টল করে সেটিংস অপশন থেকে ঋধপব ওউ ্ চধংংপড়ফব মেনুতে ট্যাপ করতে হবে। এবার ফেস আইডি তৈরির সময় লেখা পিন নম্বর দিয়ে প্রবেশ করে ঋধপব ওউ ্ চধংংপড়ফব সেটিংস পেজের ঋধপব ওউ ডরঃয অ গধংশ অপশন ট্যাপ করতে হবে। এরপর এই সেকশনের নিচে থাকা অফফ এষধংংবং অপশন ট্যাপ করতে হবে। চোখে চশমাসহ ফেস আনলক সুবিধা চালুর জন্য অ্যাড গ্লাসেস অপশনে ঈড়হঃরহঁব চাপতে হবে। এবার চোখে চশমা পরে ক্যামেরার ফ্রেমের সামনে মুখ এনে চেহারা স্ক্যান করে উড়হব অপশনে ক্লিক করতে হবে।
মাস্ক বা চশমা পরে আইফোন চালু করবেন যেভাবে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ