আন্তর্জাতিক ডেস্ক : জালিয়াতির মাধ্যমে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে পাঁচ কোটি এন৯৫ মাস্ক বিক্রির চেষ্টার দায় স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি।
রয়টার্স জানিয়েছে, টেক্সাসের হিউস্টনে ইউএস ডিস্ট্রিক্ট জজ লিন হিউজেসের আদালতে মঙ্গলবার অ্যারিয়েল ডুয়োলাইট নামের ওই ব্যক্তি প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্তে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
মামলার কৌঁসুলিরা জানান, অ্যারিয়েল ডুয়োলাইট পাঁচ কোটি এন৯৫ মাস্ক বিক্রির চেষ্টা করেছেন, যা তার কাছে ছিলই না।
প্রতারণার মাধ্যমে তিনি এবং তার সহযোগী মামলার আরেক আসামি প্যাসকেল এলেয়ানিয়া ৩এম কোম্পানির নামে একেকটি মাস্ক পাঁচ গুণ বেশি দামে ক্রির চেষ্টা করেছেন।
এর মাধ্যমে তারা সাড়ে ২৭ কোটি ডলার নিজেরা হাতানোর চেষ্টা করেছেন। বাকি টাকা তাদের ‘দালাল’ এবং নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের প্রতিনিধিদের মধ্যে ভাগাভাগি করা হত বলে অভিযোগ উঠেছে।
গত নভেম্বরে এক সমনের সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই লেনদেন সম্পন্ন হওয়ার আগেই তা আটকে দেয়।
দোষী সাব্যস্ত হলে ডুয়োলাইটের পাঁচ বছরের কারাদ- হবে।
২৫ অক্টোবর এই মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছে। তার আগ পর্যন্ত ডুয়োলাইট পুলিশ হেফাজতে থাকবেন। তার সহযোগী এলায়েনিয়ার বিরুদ্ধে আদালতে এখনও অভিযোগ উত্থাপন করা হয়নি।
এর আগে জুনেও ডুয়োলাইটের বিরুদ্ধে আরেকটি জালিয়াতির অভিযোগ আনা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তেল ও গ্যাসের বিনিয়োগ জালিয়াতির মাধ্যমে অর্থ হাতানোর চেষ্টা করেছেন। বাদীপক্ষ এই মামলায় তার বিরুদ্ধে চার বছরের কারাদ-ের আবেদন জানাবে।
৩এম কোম্পানি বিশ্বে এন৯৫ মাস্ক প্রস্তুতকারক সবচেয়ে বড় প্রতিষ্ঠান। মহামারীর সময় যাতে মাস্কের দাম বেড়ে না যায় তা নিয়ন্ত্রণ করতে এবং তাদের মাস্কের অবৈধ বিক্রি বন্ধে তারা এ পর্যন্ত ৩৬টি মামলা করেছে এবং চার কোটি ১০ লাখ নকল মাস্ক জব্দ করেছে।
মাস্ক নিয়ে জালিয়াতি, দায় স্বীকার যুক্তরাষ্ট্রের নাগরিকের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ