ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মাসের শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশা প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চলমান মহামারীতে শিক্ষার্থীরাই ‘সবচেয়ে বেশি’ ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে ফেব্রুয়ারির ‘শেষ দিকেই’ আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করে এ বিষয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, “এখন যেহেতু একটু খারাপ সময় যাচ্ছে, আমরা আশা করি, এই মাসের শেষের দিকে হয়ত অবস্থার পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল, কলেজ- সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব।“
মহামারীর কারণে দেড় বছর স্কুল-কলেজ বন্ধ রাখতে বাধ্য হওয়ার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “যখনই আমরা করোনাকে একটু নিয়ন্ত্রণে আনতে পেরেছি, তখনই আবার আমরা স্কুলগুলো চালু করেছিলাম। … আমরা ২০২১ সালের ১২ সেপ্টেম্বর থেকে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি।
“কিন্তু ২০২২ সালে এসেৃ আবার যে ওমিক্রন নামের নতুন এক সংক্রমণ, সেটায় আবার মানুষের মৃত্যু হচ্ছে, আবার মানুষ সংক্রমিত হচ্ছে, সেজন্য আবার আমাদের এটা বন্ধ করে দিতে হল। কিন্তু আমি আশা করি যে আমরা খুব দ্রুত সমাধান করতে পারব।”
মহামারীর কারণে দেড়বছর বন্ধ থাকার পর গতবছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দিয়েছিল সরকার। পরে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে থাকে দ্রুত। এই প্রেক্ষাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ প্রতিরোধে সারা দেশে টিকা দেওয়ার কথা তুলে ধরে টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের অনীহার কথাও বলেন শেখ হাসিনা।
“সব স্তরের মানুষ যেন টিকা পায়, তার ব্যবস্থা আমরা যেমন নিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে আমরা খুলতে পারি- সেজন্যও টিকা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
“কাজেই যারা এই পর্যন্ত টিকা নেয়নি, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা টিকাটা নিয়ে নেবেন। এই ভ্যাকসিনটা নিলে অন্ততপক্ষে করোনা ধরলেও সেটা ওই রকম খারাপ পর্যায়ে যাবে না।” আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসের শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : চলমান মহামারীতে শিক্ষার্থীরাই ‘সবচেয়ে বেশি’ ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে ফেব্রুয়ারির ‘শেষ দিকেই’ আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করে এ বিষয়ে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, “এখন যেহেতু একটু খারাপ সময় যাচ্ছে, আমরা আশা করি, এই মাসের শেষের দিকে হয়ত অবস্থার পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল, কলেজ- সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব।“
মহামারীর কারণে দেড় বছর স্কুল-কলেজ বন্ধ রাখতে বাধ্য হওয়ার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “যখনই আমরা করোনাকে একটু নিয়ন্ত্রণে আনতে পেরেছি, তখনই আবার আমরা স্কুলগুলো চালু করেছিলাম। … আমরা ২০২১ সালের ১২ সেপ্টেম্বর থেকে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি।
“কিন্তু ২০২২ সালে এসেৃ আবার যে ওমিক্রন নামের নতুন এক সংক্রমণ, সেটায় আবার মানুষের মৃত্যু হচ্ছে, আবার মানুষ সংক্রমিত হচ্ছে, সেজন্য আবার আমাদের এটা বন্ধ করে দিতে হল। কিন্তু আমি আশা করি যে আমরা খুব দ্রুত সমাধান করতে পারব।”
মহামারীর কারণে দেড়বছর বন্ধ থাকার পর গতবছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দিয়েছিল সরকার। পরে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে থাকে দ্রুত। এই প্রেক্ষাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ প্রতিরোধে সারা দেশে টিকা দেওয়ার কথা তুলে ধরে টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের অনীহার কথাও বলেন শেখ হাসিনা।
“সব স্তরের মানুষ যেন টিকা পায়, তার ব্যবস্থা আমরা যেমন নিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে আমরা খুলতে পারি- সেজন্যও টিকা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
“কাজেই যারা এই পর্যন্ত টিকা নেয়নি, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা টিকাটা নিয়ে নেবেন। এই ভ্যাকসিনটা নিলে অন্ততপক্ষে করোনা ধরলেও সেটা ওই রকম খারাপ পর্যায়ে যাবে না।” আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।