প্রযুক্তি ডেস্ক : সাইবার দুর্বৃত্তদের কবল থেকে দেশের নাগরিকদের রক্ষায় মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হলো গতকাল শুক্রবার ১ অক্টোবর থেকে। ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’-এর কর্মসূচিকে দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে এবার গঠিত হয়েছে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) বিষয়ক জাতীয় কমিটি ২০২১’। সরকারের পক্ষ থেকেও এবার অক্টোবরকে ঘিরে কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্যাম জাতীয় কমিটি।
মাসব্যাপী কর্মসূচিতে সহযোগী হিসেবে থাকছে -মোবাইল ফোন অপারেটর রবি, তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজ লিমিটেড এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
২০০৪ সাল থেকে আমেরিকা, ২০১১ থেকে নরওয়ে এবং ২০১২ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশ অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করে আসছে। সাইবার দস্যুতা থেকে নিরাপদে থাকতে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয় এ মাসে।
বাংলাদেশে ২০১৬ সালে প্রথমবারের মতো এটি পালনের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন-আইসাকাও এই কর্মসূচি পালন করে আসছে। সিসিএ ফাউন্ডেশন ও আইসাকা ঢাকা চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ‘ক্যাম’ জাতীয় কমিটি করা হয়। কমিটিতে দুই সংগঠনের নেতারা ছাড়াও সংশ্লিষ্ট করপোরেট ব্যক্তিত্ব ও প্রযুক্তি পেশাজীবীরা রয়েছেন।
গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরকে উপলক্ষ করে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। কোনো একটি দিবস, সপ্তাহ বা মাসকে কেন্দ্র করে সচেতনতামূলক কর্মসূচি নেয়া হলে সেটি বেশ কার্যকর হয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা সচেতনতামূলক কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছি।’
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, অক্টোবরকে ‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার। শুক্রবার এ ঘোষণা আসতে পারে।
মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ