আন্তর্জাতিক ডেস্ক : মালিতে পৃথক দুই জঙ্গি হামলায় ৬ সৈন্য নিহত এবং ১৩ শান্তিরক্ষী আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে এক গাড়ি বোমা হামলায় জার্মানির ১২ ও বেলজিয়ামের এক শান্তিরক্ষী আহত হয়।
গাও অঞ্চলের ইছাগারা গ্রামের কাছে শান্তিরক্ষীদের একটি অস্থায়ী ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।
ওই এলাকায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী তৎপর বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মালির জাতিসংঘ মিশন গাড়িবোমা হামলায় প্রথমে ১৫ জন আহত হয়েছে বলে জানালেও পরে ওই সংখ্যা ১৩ তে নামিয়ে আনে।
আহতদের মধ্যে তিন জার্মান সেনার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-ক্যারেনবার।
দুইজনের অবস্থা তুলনামূলক স্থিতিশীল, অন্যজনের অস্ত্রোপচার চলছে, বলেছেন তিনি।
মোপতি অঞ্চলের বোনি এলাকায় পৃথক এক হামলায় ৬ সৈন্য নিহত ও একজন আহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মালির সেনাবাহিনী।
এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেনি তারা।
জাতিসংঘের পাঠানো শান্তিরক্ষী এবং অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মালি এবং এর প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারের বিশাল এলাকাজুড়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের নিয়মিত হামলার খবর পাওয়া যায়।
পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সহিংসতা নিয়ন্ত্রণে মালির জাতিসংঘ মিশন সেখানে ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী মোতায়েন করেছে।
২০১৩ সাল থেকে তারা ২৩০ জনের মতো শান্তিরক্ষীর প্রাণহানিও রেকর্ড করেছে।
এ মিশনে জার্মানির প্রায় এক হাজার ১০০ সেনা আছে। এদের বেশিরভাগেরই অবস্থান গাও অঞ্চলে।
মালিতে জঙ্গি হামলায় ৬ সৈন্য নিহত, গাড়িবোমায় আহত ১৩ শান্তিরক্ষী
ট্যাগস :
মালিতে জঙ্গি হামলায় ৬ সৈন্য নিহত
জনপ্রিয় সংবাদ