ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

মালিঙ্গাকে ছাড়িয়ে বুমরাহ

  • আপডেট সময় : ১২:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ম্যাচের তৃতীয় ওভারে আক্রমণে এসে এইডেন মার্করামকে ফিরিয়ে দারুণ এক কীর্তি গড়লেন জাসপ্রিত বুমরাহ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিলেন ভারতীয় তারকা পেসার। ওয়াংখেড়েতে রোববার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টেসের বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে নেমে স্রেফ ২২ রান দিয়ে ৪ উইকেট নেন বুমরাহ। আইপিএলে এনিয়ে তৃতীয়বার ম্যাচে ৪ শিকার ধরলেন তিনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেন বুমরাহ। নিজের প্রথম ওভারেই সাবেক লঙ্কান পেসার ও এক সময়ের সতীর্থকে ছাড়িয়ে যান তিনি।

২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। তাকে টপকে যেতে বুমরাহর লাগল ১৩৯ ইনিংস। ২০১৩ সালে আইপিএলে অভিষেক থেকে বুমরাহও শুধু মুম্বাইয়ের হয়েই খেলেছেন। মাঝে ২০২৩ সালের আসরে তিনি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। একই কারণে খেলতে পারেননি চলতি আসরে শুরুর দিকেও। এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ। সব মিলিয়ে, আইপিএলে বুমরাহর উইকেট এখন ১৭৪টি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তার অবস্থান সপ্তম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে তার উইকেট ৩০৪টি। বুমরাহর পাশাপাশি লাক্ষ্ণৌয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন ট্রেন্ট বোল্টও। ২০ রান দিয়ে ৩ শিকার ধরেন নিউ জিল্যান্ডের পেসার। তাতে ২১৫ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১৬১ রানে আটকে দিয়ে ৫৪ রানের জয় তুলে নেয় মুম্বাই।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মালিঙ্গাকে ছাড়িয়ে বুমরাহ

আপডেট সময় : ১২:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ম্যাচের তৃতীয় ওভারে আক্রমণে এসে এইডেন মার্করামকে ফিরিয়ে দারুণ এক কীর্তি গড়লেন জাসপ্রিত বুমরাহ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিলেন ভারতীয় তারকা পেসার। ওয়াংখেড়েতে রোববার লাক্ষ্ণৌ সুপার জায়ান্টেসের বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে নেমে স্রেফ ২২ রান দিয়ে ৪ উইকেট নেন বুমরাহ। আইপিএলে এনিয়ে তৃতীয়বার ম্যাচে ৪ শিকার ধরলেন তিনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় লাসিথ মালিঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেন বুমরাহ। নিজের প্রথম ওভারেই সাবেক লঙ্কান পেসার ও এক সময়ের সতীর্থকে ছাড়িয়ে যান তিনি।

২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাইয়ের হয়ে খেলে মালিঙ্গা ১৭০ উইকেট নেন ১২২ ইনিংসে। তাকে টপকে যেতে বুমরাহর লাগল ১৩৯ ইনিংস। ২০১৩ সালে আইপিএলে অভিষেক থেকে বুমরাহও শুধু মুম্বাইয়ের হয়েই খেলেছেন। মাঝে ২০২৩ সালের আসরে তিনি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। একই কারণে খেলতে পারেননি চলতি আসরে শুরুর দিকেও। এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ। সব মিলিয়ে, আইপিএলে বুমরাহর উইকেট এখন ১৭৪টি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তার অবস্থান সপ্তম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে তার উইকেট ৩০৪টি। বুমরাহর পাশাপাশি লাক্ষ্ণৌয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন ট্রেন্ট বোল্টও। ২০ রান দিয়ে ৩ শিকার ধরেন নিউ জিল্যান্ডের পেসার। তাতে ২১৫ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১৬১ রানে আটকে দিয়ে ৫৪ রানের জয় তুলে নেয় মুম্বাই।