বিনোদন ডেস্ক: সাম্প্রতিক মালায়ালাম সিনেমায় অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হয়ে উঠেছে ‘রেখাচিত্রম’। আসিফ আলি, আনাস্বারা রাজন, মনোজ কে. জয়ন, সিদ্দিকসহ আরও অনেকের অভিনয়ে এই রহস্য-থ্রিলারটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও এটি ইতিমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মেও জায়গা করে নিয়েছে। ৭ মার্চ ‘রেখাচিত্রম’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পায় এবং অল্প সময়ের মধ্যেই সিনেমাটি দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পায়।
সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা গেছে, অনেক দর্শকই ছোট পর্দায় ছবিটি দেখার পর নিজেদের মতামত শেয়ার করেছেন। শুরুতেই, দর্শকের একাংশ স্বীকার করেছেন যে সিনেমার টাইটেল প্রেজেন্টেশন বা শুরুর অংশই তাদের আগ্রহ বাড়িয়ে তুলেছে এবং পুরো সিনেমার জন্য সঠিক মেজাজ সেট করেছে। অনেক দর্শক ক্রাইম ড্রামাটির প্রশংসা করেছেন এবং বলেছেন যে এটি আসলেই প্রচারণা পাওয়ার যোগ্য! অনেকে একমত হয়েছেন যে ছবির দৃশ্যগুলো চমকপ্রদ এবং চিত্রনাট্য দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সক্ষম।
বিশেষ করে পুলিশ-সম্পর্কিত দৃশ্যগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে, কারণ এগুলো অত্যন্ত নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়া, চমকপ্রদ ক্লাইম্যাক্স দর্শকদের জন্য দেখার মতো বলে অভিহিত করেছেন অনেকে। তবে, সিনেমার সবচেয়ে আলোচিত দিকগুলোর মধ্যে একটি হলো মালায়ালাম সিনেমার সুপারস্টার মামুট্টির বিশেষ দৃশ্য! যেখানে তাকে এআই প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে! মালায়ালাম সিনেমায় এই ধরনের প্রযুক্তির ব্যবহার আগে কখনো দেখা যায়নি, যা দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি করেছে বলে প্রতিবেদনে বলা হচ্ছে।
যদিও সিনেমাটি বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, কিছু দর্শক সমালোচনাও করেছেন। একাংশের মতে, সিনেমার গল্প বেশ গড়পড়তা! কিছু দর্শক মনে করেন, সিনেমাটি প্রচারণার তুলনায় প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে, প্রথমার্ধ বেশ ধীরগতির, যা গল্পের গতি কমিয়ে দেয় এবং দর্শকদের আগ্রহ হারানোর কারণ হতে পারে। ‘রেখাচিত্রম’ পরিচালনা করেছেন জোফিন টি. চাকো এবং এর গল্প লিখেছেন রামু সুনীল।