ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চল আকস্মিক বন্যায় বিপর্যস্ত

  • আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

স্ট্রেট টাইমস : মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে শত শত মানুষকে উদ্ধার করে সাময়িক ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের প্রথম সপ্তাহেই দেশটিতে এমন পরিস্থিতি তেরি হয়েছে। ফলে অনেক সাধারণ নির্বাচনের প্রার্থীরা বন্যাদুর্গতদের কাছে যাওয়ার জন্য প্রচারণা বাতিল করতে বাধ্য হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেলাঙ্গর। সেখান থেকে ৭৫০ জনকে উদ্ধার করে সাতটি ত্রাণকেন্দ্রে নেওয়া হয়েছে।
হুলু লাঙ্গত সংসদীয় আসনের বারিসান জাতীয় প্রার্থী দাতুক জোহান আবদ আজিজ বলেছেন, বিভিন্ন গ্রামে ১৫টি নৌকা রাখা হয়েছে। বন্যার পানি বাড়লে গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, গত বছর বন্যায় যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে হুলু লাঙ্গত অন্যতম। তারপর থেকেই আমরা প্রস্তুতি নিতে শুরু করি।
রাজ্য সরকার কুলিম ও বন্দর বাহারু জেলা থেকে প্রায় ২৪০ জনকে থাকার জন্য ছয়টি ত্রাণ কেন্দ্র খুলে দিয়েছে। সেখানে শুক্রবার সন্ধ্যায় ভারি বৃষ্টির পর আকস্মিক বন্যায় প্লাবিত হয়। মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে গত বছর। এতে ৫৪ জনের মৃত্যু হয়। দেশটির মুদ্রায় সে সময় ক্ষতি হয় ছয় দশমিক পাঁচ বিলিয়ন রিঙ্গিত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চল আকস্মিক বন্যায় বিপর্যস্ত

আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

স্ট্রেট টাইমস : মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে শত শত মানুষকে উদ্ধার করে সাময়িক ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের প্রথম সপ্তাহেই দেশটিতে এমন পরিস্থিতি তেরি হয়েছে। ফলে অনেক সাধারণ নির্বাচনের প্রার্থীরা বন্যাদুর্গতদের কাছে যাওয়ার জন্য প্রচারণা বাতিল করতে বাধ্য হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেলাঙ্গর। সেখান থেকে ৭৫০ জনকে উদ্ধার করে সাতটি ত্রাণকেন্দ্রে নেওয়া হয়েছে।
হুলু লাঙ্গত সংসদীয় আসনের বারিসান জাতীয় প্রার্থী দাতুক জোহান আবদ আজিজ বলেছেন, বিভিন্ন গ্রামে ১৫টি নৌকা রাখা হয়েছে। বন্যার পানি বাড়লে গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, গত বছর বন্যায় যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে হুলু লাঙ্গত অন্যতম। তারপর থেকেই আমরা প্রস্তুতি নিতে শুরু করি।
রাজ্য সরকার কুলিম ও বন্দর বাহারু জেলা থেকে প্রায় ২৪০ জনকে থাকার জন্য ছয়টি ত্রাণ কেন্দ্র খুলে দিয়েছে। সেখানে শুক্রবার সন্ধ্যায় ভারি বৃষ্টির পর আকস্মিক বন্যায় প্লাবিত হয়। মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে গত বছর। এতে ৫৪ জনের মৃত্যু হয়। দেশটির মুদ্রায় সে সময় ক্ষতি হয় ছয় দশমিক পাঁচ বিলিয়ন রিঙ্গিত।